ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ! আছড়ে পড়বে কালীপুজোতে… জানাল আবহওয়া দফতর

কালীপুজোতে ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি! যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। আবহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ অক্টোবর তৈরি হচ্ছে একটি সাইক্লোন। যা মূলত তাণ্ডব চালাতে পারে ২১ অক্টোবর থেকে। ২২, ২৩, ২৪ অক্টোবর পর্যন্ত এই সাইক্লোনের প্রভাবে বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানিয়েছেন, “একটি সাইক্লোন তৈরি হচ্ছে। তবে এখনই এর গতিবিধি কিংবা কোন রাজ্যের উপকূলে এটি আছড়ে পড়তে চলেছে তা বলা সম্ভব নয়। এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তাই ঘণ্টায় কত কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা নিয়েও এখনই কিছু বলা যাচ্ছে না। সাইক্লোন সম্পর্কিত বিস্তারিত আপডেট জানানো হবে আগামী তিন চারদিনের মধ্যে।” একইসঙ্গে তাঁর সংযোজন, “ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা, তা নিয়েও এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।”

এদিকে মৌসম ভবনের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আগামী শনিবার অর্থাৎ ২২ অক্টোবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি সাইক্লোন । তবে এর গতিবিধি সম্পর্কে এখনও স্পষ্ট কোনও আপডেট মেলেনি। আশঙ্কা করা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওডিশা, বাংলা, এরমধ্য যে কোন একটি রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন ? অন্যদিকে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট অনুযায়ী ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে একটি সুপার সাইক্লোন আছড়ে পড়ার কথা। যদিও প্রাথমিকভাবে আলিপুর আবহাওয়া দফতর অন্য কোনও মডেল কিংবা এজেন্সির উপর ভরসা না করে IMD-র পূর্বাভাসকেই অনুসরণ করতে বলেছিল। সুপার সাইক্লোনের উল্লেখ না করলেও কালীপুজো এবং দীপাবলির সময় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিশ্চিত করেছে IMD।