Dhanteras-এর দিন সোনা-রুপো ও অন্যান্য জিনিসপত্র কেনাকাটার শুভ সময়টা জেনে রাখুন

ধনতেরসে শুরু ভাইফোটার শেষ। তারমাঝেই পড়ে দীপাবলি। পাঁচ দিনের এই উৎসবটি আবার পঞ্চ মহোৎসব নামেও পরিচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী ধনতেরসে বাসন, সোনা-রুপোর গহনা কেনা হয়। শাস্ত্র মতে ধনতেরসে যা কেনা হয় তা ১৩ গুণ বৃদ্ধি পায়। তবে চলতি বছরের ধনতেরস (Dhanteras 2022) বিভিন্ন কারণে বিশেষ। কারণ প্রায় ২৭ বছর পর দুদিন এই তিথি পালিত হবে। উল্লেখ্য ২২ অক্টোবর সন্ধ্যায় ত্রয়োদশী তিথি শুরু হবে। যা শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা। উদয়া তিথি মেনে ২৩ অক্টোবর ধনতেরস পালন করবেন অনেকে। তবে ২২ অক্টোবরও ধনত্রয়োদশীর মান থাকবে। অর্থাৎ এদিনও কেনাকাটা করা যাবে। একাধিক জ্যোতিষীদের মতে ২২ অক্টোবর ধনতেরসের কেনাকাটার শুভ মুহূর্ত থাকছে। তবে এই কেনাকাটা যাতে শুভ লাভদায়ক হয়, তার জন্য চৌঘড়িয়া ও মুহূর্তের বিষয়টি মাথায় রাখা জরুরি। একনজরে দেখে নেওয়া যাক ধনতেরসের চৌঘড়িয়া ও কেনাকাটার শুভ মুহূর্ত …

শুভ চৌঘড়িয়া- সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত। এই সময়ে সোনা, পিতল, জমি, বাড়ি কেনা শুভ।

চর চৌঘড়িয়া- দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। গাড়ি, হীরে, ইলেকট্রনিক্স সরঞ্জাম কিনবেন।

লাভ চৌঘড়িয়া- দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টে পর্যন্ত। এ সময় তামার বাসন, সোনা, ইলেকট্রনিক্স জিনিস কেনা শুভ।

অমৃত চৌঘড়িয়া- দুপুর ৩টে থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত। রুপো, পিতল, সোনা, জমি, বাড়ি কেনার জন্য এই সময়টি শুভ।

লাভ চৌঘড়িয়া- সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়ে তামার বাসন, সোনা, ইলেক্ট্রনিক্সের সরঞ্জাম, গাড়ি কিনতে পারেন।

শুভ চৌঘড়িয়া- সন্ধ্যা ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। সোনা, পিতল, জমি-বাড়ি কেনা অত্যন

অমৃত চৌঘড়িয়া- রাত ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত। রুপো, পিতল, সোনা, জমি, বাড়ি কেনা শুভ।