সুখ-সমৃদ্ধি লাভের জন্য কালীপুজোর দিন বাড়িতে নিয়ে আসুন কয়েকটি ‘কড়ি’

আগামীকাল ২৪ অক্টোবর কালীপুজো পালিত হচ্ছে। এই তিথিতে সন্ধ্যাবেলায় লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা হয়। মনে করা হয় দীপাবলীর দিনে লক্ষ্মী বাড়িতে বিচরণ করেন। শাস্ত্রে এমন কিছু উপায়ের কথা বলা হয়েছে যা দীপাবলীতে করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

১. কালীপুজোর সন্ধ্যা নাগাদ লক্ষ্মী-গণেশের পুজোর সময় ৫টি হলুদ কড়ি ও ৯টি গোমতী চক্র রাখুন। এর পর নিয়ম মেনে লক্ষ্মী ও গণেশের পুজো করুন। দীপাবলীর পরের দিন এই গোমতী চক্র লাল কাপড়ে বেঁধে লকার বা আলমারিতে রেখে দিন। এই উপায় করলে পরিবারে সমৃদ্ধি ও আনন্দ বজায় থাকে।

২. বাড়িতে সুখ-সমৃদ্ধি লাভের জন্য কুবের ও লক্ষ্মীর পুজোয় ১১টি কড়ি রাখুন। পুজোর পর এই কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে প্রবেশদ্বারে ঝুলিয়ে দিন। এমন করলে পরিবারে লক্ষ্মীর বাস হয় এবং ধন বৃদ্ধির যোগ সৃষ্টি হয়।

৩. কালীপুজোর সময়ে ৫টি কড়িকে জাফরান ও হলুদের ঘোলে ভিজিয়ে রেখে দিন। এর পর লক্ষ্মীর বীজ মন্ত্র (ওম হৃীং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ) জপ করুন। এর পর লক্ষ্মীকে কড়ি অর্পণ করুন। এই উপায়ে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

৪. লক্ষ্মী পুজোর সময় ৫টি কড়ি, কালো হলুদ ও ৫টি গোটা সুপুরি গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এবার লাল কাপড়ে এগুলি বেঁধে পুজোর থালায় রাখুন। পরের দিন লকার বা আলমারিতে এই কাপড়টি রেখে দিন। পারিবারিক উন্নতির জন্য এই উপায়টি কার্যকরী প্রমাণিত হবে।

৫. কেরিয়ারে উন্নতি, অফিসে পদোন্নতি ও বেতনবৃদ্ধির জন্য কুবের ও লক্ষ্মীর পুজো করুন। একটি প্রদীপে কড়ি ও কয়েন রেখে প্রজ্জ্বলিত করুন। পরে ওই কড়ি ও কয়েনটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন।