অবশেষে কালীপুজোতেও রাতভর চলবে মেট্রো, একনজরে দেখে নিন সময়সূচি

দুর্গাপুজোর পর কালীপুজোতেও রাতভর চলবে মেট্রো। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী রুটে  আগামী ২৪ অক্টোবর মধ্যরাতেও মিলবে মেট্রো পরিষেবা। ওই দিন উত্তর দক্ষিণ রুটে মোট ২০০টি মেট্রো চলবে। পাশাপাশি দিওয়ালির রাত অর্থাৎ ২৫ অক্টোবরও রাতে পাওয়া যাবে পরিষেবা। ওইদিন মোট ১৮৮টি মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। কালীপুজোতে দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের ভিড়ের কথা ভেবে এই বাড়তি পরিষেবা বলে জানিয়েছে কলকাতা মেট্রো কতৃপক্ষ। কলকাতা মেট্রোর নির্দেশিকা ওণূ্যায়ী, আগামী সোমবার রাতে কালীপুজো উপলক্ষে কবি সুভাষ থেকে রাতে ৯টা বেজে ৫৪ মিনিটে মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। এই রুটে দু’টি স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১২টায়। সকালে প্রথম মেট্রো ছাড়বে ৬টা বেজে ৫০ মিনিটে। দিওয়ালির দিনও একই সময় মেট্রো ছাড়বে।

একইভাবে আগামী ২৪ অক্টোবর ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে চলবে ৭২টি মেট্রো। ২৫ অক্টোবর অর্থাৎ দিওয়ালির দিন এই রুটে চলবে ৯০টি মেট্রো। জানা গিয়েছে ইস্ট ওয়েস্ট রুটে সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে মিলবে প্রথম পরিষেবা। এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে ওই দিন। কালীপুজোর দিন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। উলটো পথে অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। শিয়ালদা থেকে শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যা ৭টা বেজে ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।