কালীপুজোয় দুর্যোগের চোখরাঙ্গানি, শক্তি বাড়িয়ে নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে

রাজ্য থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। কিন্তু, তারপরেই দুর্যোগের ভ্রুকুটি। এদিকে আবার দোরগোড়ায় কালীপুজো। ভরসা এখন শুধু আবহওয়া দফতরের পূর্বাভাসের দিকেই। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আন্দামান সাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার সকালে তা নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপ আগামী কয়েকদিন শক্তি বাড়িয়ে ২২ অক্টোবরের পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই প্রাথমিকভাবে এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যদিও তা রাজ্যের উপর কতটা প্রভাব ফেলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তার গতিপথ ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দোরগোড়ায় কালীপুজো। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। সূত্র মারফত জানা গিয়েছে প্রয়োজনে জেলাশাসকদের নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের সাইক্লোনের বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে, জানা গিয়েছে এমনটাই। এই তিন জেলায় সাইক্লোনের সবথেকে বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ অন্যান্য জেলাগুলিকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।