প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলে! কোন শোচনীয় অবস্থার মুখে পড়তে হবে ভারতকে? জানুন…

দিনদুয়েক পরই বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান। ২৩ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই মহারণ শুরু হবে। এদিকে বিশ্বকাপে এখন কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ চলছে, এর থেকে চারটি দল সরাসরি পৌঁছে যাবে সুপার-১২ তে। তাই ২৩শে অক্টোবরের হাইভোল্টেজ ম্যাচে কি হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য, ১৭ই অক্টোবর প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারত জয়লাভ করেছে। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল এবং সূর্য কুমার যাদবের ব্যাটিং ছিল অসাধারণ। বোলিং ডিপার্টমেন্ট সামলেছেন অভিজ্ঞ সুইং বোলার ভুবনেশ্বর কুমার এবং শেষ ওভারে কামাল দেখিয়েছেন মহম্মদ শামি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন ভারতীয় দল যদি এই বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারে তাহলে এইবারের বিশ্বকাপ ভারতের হাতে উঠবে। আর যদি পাকিস্তানের কাছে ভারত হেরে যায় তাহলে বিশ্বকাপ হাতছাড়া হবে টিম ইন্ডিয়ার। কারন গোটা ভারতবাসীর পাশাপাশি টিম ইন্ডিয়াও মনোবলটাই হারিয়ে ফেলবে। তবে এই হাইভোল্টেজ ম্যাচে কি কি পরিস্থিতি যেতে পারে তা আগে থেকে বলা খুবই মুশকিল।

সুরেশ রায়নার কথা অনুযায়ী ভারতীয় দল যে ক্রিকেটটি খেলছে এটি তার দেখা ভারতীয় দলের সেরা খেলা। এই বিষয়ে তিনি আরও বলেছেন, “বুমরাহের জায়গায় মহম্মদ শামি কে দলে নেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল, যেটি দলের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এছাড়া ফর্মে আছেন সূর্য কুমার যাদব, আশদীপ সিং ও বিরাট কোহলির মত খেলোয়ারেরা। তাছাড়া রোহিতের অধিনায়কত্ব নিয়ে কোন সন্দেহ নেই সে একজন ভালো লিডার এবং আমি মনে করি তার অধিনায়কত্বে ভারত এবার বিশ্বকাপ জিততে পারে।”

তিনি রবীন্দ্র জাদেজা এবং বুমরাহের জায়গায় অক্ষর প্যাটেল ও মহম্মদ শামির আগমন নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “জাদেজা এবং বুমরাহকে পরিবর্তন করা অতটা সহজ নয়। তারা ভারতের হয়ে বেশ কয়েক বছর পরস্পর ম্যাচ খেলে এসেছেন, তারা ভালো পারফরমেন্সও দেখিয়েছেন। সুতরাং তাদেরকে পরিবর্তন করা অতটা সহজ হবে না তবে অক্ষর ও শামি বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এদিকে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকে নিয়ে র‍য়না বলেছেন, “দীনেশ কার্তিক এখন খুব ভালো ফর্মে আছেন। কিন্তু আমি মনে করি, ভারতীয় দলের ঋষভ পন্থের থাকাটা খুবই জরুরী। কারণ আপনার দলে যখন একটি বাঁহাতি ব্যাটসম্যান থাকে সে তখন এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই ঘটনা আমরা তিনটি বিশ্বকাপে দেখেছি যে তিনটি বিশ্বকাপ আমরা বিগত দশকে জয়লাভ করেছি। সেই ৩ বিশ্বকাপে গৌতম গাম্ভীর , যুবরাজ সিং এবং আমি নিজেই ব্যাটিং করতাম। খেলাটা আমরা ধরে রাখতাম। তাই আমার মনে হয় এই বছরে পন্থ বিশ্বকাপ জিততে দলের এক্স ফ্যাক্টর হতে চলেছে।