অসমের মত বাংলাতেও ‘এন আর সি’ হবে, জানালেন অমিত শাহ

108

সম্প্রতি আসামে প্রকাশিত হয়েছে  এন আর সি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন) এর চূড়ান্ত তালিকা,এই তালিকাতে নাম নেই ৪০ লক্ষ্য আবেদনকারীর। বর্তমানে এই ঘটনা’কে ঘিরেই ফের সরগরম রাজ্য রাজনীতি ।

কারন আজ দুবার এন আরসির কথা তুলে ধরেন অমিত শাহ। প্রথমত,   কালিম্পংয়ের ড. গ্রাহামস্ হোমস্ রোনান্ডস পার্কের জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি সাফ জানিয়ে দেন, মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন আনবে৷ নাগরিকত্ব পাবে শরণার্থী হিন্দুরা৷

এরপর রায়গঞ্জের সভায় মমতাকে আক্রমণ করে অমিত শাহ জানিয়েছেন মমতার হাত থেকে বাংলাকে উদ্ধার করে রাজ্য তথা সমগ্র দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন একমাত্র নরেন্দ্র মোদিই। পাশাপাশি তিনি জানান,  বিজেপি জয়লাভ করলে রাজ্যেও এনআরসি চালু করা হবে ও বাঙালি শরনার্থীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই,তাদের যথাযথভাবে নাগরিকত্ব প্রদান করা হবে । তৃণমূলের শাসনকালে রাজ্যে যে ‘জঙ্গলরাজ’ চলছে তা থেকে উদ্ধার করতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদিই । অর্থাৎ বিজেপি জিতলে তৃণমূলের পতন শুরু

এদিকে লোকসভা নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ২৩টি আসন পাবে, জানিয়েছেন বিজেপি সভাপতি। সভায় সমবেত জনতার উদ্দেশে শাহের বার্তা-‘আমাদের একটি সুযোগ দিন, ৫ বছরে বাংলাকে সোনার বাংলা করে তুলবে বিজেপি।