এবারের লোকসভায় সংখ্যালঘু ভোট থেকে বঞ্চিত হতে পারেন মমতা! বিস্তারিত জেনে নিন…

আশঙ্কা ছিলই এবার তা প্রকাশ্যে এল। আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিলেন ইমাম মোয়াজ্জেমরা।
এবার দুর্গাপুজোয় প্রত্যেক ক্লাবকে দশ হাজারি অনুদানের কথা ঘোষণা থেকেই মমতার বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ শুরু হয়েছিল সংখ্যালঘুদের মনে। কলকাতার রাজপথে প্রকাশ্যেই মমতার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইমামদের একাংশ। দাবি ছিল, পাল্লা দিয়ে বাড়াতে হবে ইমাম ভাতাও, তা হয়নি!
তার মাশুল গুনতে হবে দিদিকে,প্রকাশ্যে এবার আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিলেন ইমাম মোয়াজ্জেমরা।
উত্তর দিনাজপুরের হেমতাবাদে ‘বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশ’-এর এক অনুষ্ঠান থেকে তৃণমূলের পক্ষে থাকা সমর্থন তুলে নেওয়ার হুমকি দিলেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা আসিরুদ্দিন।
মৌলানা আসিরুদ্দিনের অভিযোগ, দুর্গাপুজোর চাঁদা থেকে সিভিক ভলান্টিয়ার সবক্ষেত্রেই ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। কিন্তু সাত বছর ধরে যে ইমাম মোয়াজ্জেমদের ভাতা এক পয়সাও বাড়েনি। তিনি আরও জানান, রাজ্য সরকারের কাছে এই নিয়ে একাধিকবার আবেদন জানিয়েছেন তারা। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই।
লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসের দাম। কোনও ভাবেই আগের ভাতায় আপোষ করতে নারাজ তারা। যত দিন না ভাতা বাড়ছে, ততদিন তৃণমূলের পক্ষে তাদের সমর্থন থাকবে না বলে সাফ জানিয়ে দেন মৌলানা আসিরুদ্দিন।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই রাজ্যের ইমামদের জন্য মাসিক আড়াই হাজার ও মোয়াজ্জেমদের জন্য মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া শুরু করেন মমতা। এর জেরে অনেকে সমালোচনা সহ্য করতে হয় মুখ্যমন্ত্রীকে। যাদের জন্য সেই ভাতা ঘোষণা ছিল, তারাই এবার বেঁকে বসছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।