দ্বিতীয় দফায় রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া

93
প্রতীকী চিত্র

আজ রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির মাধ্যমে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট। তবে ভোটগ্রহণ শুরু হতেই অশান্ত উত্তর দিনাজপুরের চোপড়া। গ্রামবাসীদের ভোট দিতে বাধা ও মহিলাদের মারধরের অভিযোগ। প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ। সাথেই বাইক বাহিনীর তাণ্ডব ও ভোট দিতে যাওয়ায় ‘বাধা’, মহিলা, বয়স্কদের মারধরের অভিযোগ। সাথেই অভিযুক্ত তৃনমূল কর্মীকে পাকরাও করেছে পুলিশ। উল্লেখ্যে এই ঘটনায় ইতিমধ্যেই নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। সাথেই জেলাপ্রসাশনকে রিপোর্ট তলব কমিশনের।

এদিকে, রায়গঞ্জে হেমতাবাদ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট শুরু করতে বাধা স্থানীয় বাসিন্দাদের। তাঁদের বক্তব্য, রাজ্য পুলিশ সমর্থন করছে তৃণমূলকে।