দেখেছিলাম দিদির সততার রূপ, কিন্তু পাল্টে গেল অনেককিছু, বুনিয়াদপুর থেকে মোদীর বক্তব্য

100

আগামী ২৩ তারিখ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। সেদিকে তাকিয়ে আজ ফের একবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আজ সভা করছেন মোদী, এবং সেখান থেকেই রাজ্যের শাসকদলকে একহাত নেন তিনি।

বুনিয়াদপুর থেকে মোদীর বক্তব্য

১. গোটা দেশ বলছে পশ্চিমবঙ্গে বড় কিছু হতে চলেছে ।

২. মমতা দিদি যা করছেন তার জন্য ইতিহাস ও ভবিষ্যৎ তাঁকে ক্ষমা করবে না ।

৩. দিদির দলে শুধু জগাই মাধাই

৪. গুন্ডাদের দেবার জন্য দিদির পয়সা আছে। কিন্তু কর্মচারীদের দেবার জন্য পয়সা নেই

৫.দ্বিতীয় দফার ভোটে স্প্রিড বেকার দিদির ঘুম উরেছে।

৬. বাংলায় তোষণ রাজনীতি চলছে, অন্য দেশ থেকে লোক প্রচার করানো হচ্ছে।

৭. দিদি গরীবদের চোখের জলের হিসাব দিতে হবে।

৮. পিসি- ভাইপো মিলে বাংলার সংস্কৃতির বদনাম করছেন

৯. দিদি দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়িয়েছেন, এর ফল উনি টের পাবেন।

১০. আমি দিদিকে প্রথমে দেখে ভেবেছিলাম দিদি সততার প্রতিক, কিন্তু প্রধানমন্ত্রী হবার পর সেই ভুল ভেঙ্গেছে।

১১. রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। যারা বাধা দেবেন তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।

১২. এবং সর্বশেষে তিনি জানান, ২৩শে মে ভোটের ফলপ্রকাশ হলে ফের ক্ষমতায় ফিরবে মোদী সরকার ।