সুখবর!! আগামী ১-২ দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা

142

এবার সবোর্চ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস দেখা গিয়েছে উত্তরবঙ্গে। এবং তাতেই হাঁসফাঁস করেছে উত্তরবঙ্গের প্রতিটি মানুষ। তাঁদের কথায় কলকাতার মতই গরম পড়েছে উত্তরবঙ্গে তবে কলকাতায় যেখানে ৪২ ডিগ্রি, সেখানে উত্তরবঙ্গে ৩৬ ডিগ্রি। যাই হোক অবশেষে স্বস্থি পেতে চলেছে উত্তরবঙ্গবাসী, আগামী ১-২ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরে ঢুকতে চলেছে বর্ষা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহওয়া দপ্তর।

উল্লেখ্য,শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় বায়ু। তাই উত্তরমুখী এগোচ্ছে বর্ষা। এতদিনে মধ্যপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাতে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও বর্ষা মহারাষ্ট্রেই আসেনি। এখনও তা আটকে দক্ষিণে মেঙ্গালুরু, মাইলুরু আর উত্তরপূর্বে আগরতলাতেই। ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিম উপকূলে বৃষ্টি হয়েছে। সোমবার বায়ু নিম্নচাপ হয়ে গুজরাত উপকূল অতিক্রম করবে। আর এরফলেই বেড়েছে বর্ষার সম্ভাবনা ।