উত্তরবঙ্গের প্রথম দফার ভোটে কপালে ভাঁজ শাসক-শিবিরে

133

 সৌরভ দত্তঃ  বিক্ষিপ্ত অশান্তির সঙ্গে নিয়ে রাজ্যে প্রথম দফার নির্বাচন অবশেষে শেষ হল । অর্থাৎ আজ রাজ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়। কমিশন সূত্রের খবর আজ মোট ৭০০ অভিযোগ জমা পড়েছে, সাথেই গ্রেফতার করা হয়েছে ৮ জনকে এবং কোচবিহারের শীতলকুচির এক প্রিজাইডিং অফিসারকে শোকজ করা হয়েছে বলে খবর। কমিশনের তরফে জানা গিয়েছে আজ বিকেল ৫টা পর্যন্ত দুকেন্দ্রে মোট ভোট পড়েছে ৮০.৮৫ শতাংশ। এরমধ্যে কোচবিহারে ৮০.১১ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৮১.৫৮ শতাংশ।

তবে এই দুই কেন্দ্রে যে গেরুয়া হাওয়া বইছে তা আজ মানুষের হাবে ভাবে ধরা দিয়েছে। উল্লেখ্যে কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে বসতে পারেনি বিজেপি প্রার্থীরা, এমনটাই জানা গিয়েছিল আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে। আর এই কথাগুলো ভোটের লাইনে শোনা গিয়েছে। এবং আমাদের প্রতিনিধিরা ঘুরে দেখেছে এই দুই কেন্দ্রের বিভিন্ন ভোটগ্রহন কেদ্রে শাসকদলের বিপক্ষে ভোটের লাইনে দাঁড়িয়ে কথা বলেছে অধিকাংশ মানুষ। তাহলে কি বিপরীত হাওয়া বইতে শুরু করে দিল ভোট গননার আগেই এই কথা শোনার পরেই এমন প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলের একাংশের মনে।

উল্লখ্যে আজ এই হুইসপারিং ক্যাম্পেনের মাধ্যমের গোটা উত্তর বঙ্গের এই দুই কেন্দ্রের ভোটের ফলাফলের আভাস অনেকটাই ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের একাংশের মধ্যে। এবং সেটকেই ক্যাচ করতে উঠে পড়ে নেমে পড়ে গেরুয়া শিবির। এবং দিনের শেষেই তাঁরা যে অনেকটাই সফল হয়েছে তা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে ইঙ্গিত মিলেছে। তবে ভোটবাক্সে গনদেবতা কি ভোট দিয়েছে সেটা পরের প্রশ্ন। কিন্তু বহিঃরঙ্গে দেখা মিলেছে ভোটের লাইনে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করে যে উপলব্ধি পেয়েছে তাতে হাওয়ার পাল বইছে গেরুয়া শিবিরের দিকে। আর এই দিক দিয়ে রাজনৈতিক মহল বলছে, জোড়া-ফুল শিবিরের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ইতিমধ্যে।