পুনর্নিবাচনের দাবি তুললেন রবীন্দ্রনাথ, জবাবে কি বললেন নিশীথ প্রামাণিক?

77

আজ থেকে শুরু হয়েছে লোকসভা ২০১৯’শের ভোটযুদ্ধের ভোটদান। অর্থাৎ আজ প্রথম দফার ভোট। মূলত এ রাজ্যে সাত দফায় ভোট হবে । প্রথম দফায় ভোট হচ্ছে আলিপুরদুয়ার জেলা ও কোচবিহারে জেলায়। আর ভোটদান শুরু হবার সঙ্গে সঙ্গেই পুনর্নিবাচনের দাবি তুললেন তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথ নাথ ঘোষ।

উল্লেখ্য সকাল থেকেই উত্‍সাহী ভোটারদের লাইন দেখে গিয়েছে কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র। কিন্তু ভোটদান পর্ব শুরু হওয়ার মাত্র ২ ঘন্টা পরেই নির্বাচন কমিশনের আধিকারিক ও জেলাশাসককে ফোন করে পুনর্নিবাচনের দাবি তুললেন কোচবিহারের দাপুটে তৃণমুল নেতা । কিন্তু কেন তিনি এই দাবি করলেন, সেবিষয়ে এবার ব্যখ্যা দিলেন, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক , তিনি বলেন, সকাল থেকে যেভাবে বিজেপি নেতা কর্মীরা মাঠে নেমে শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন, এবং ভোটারদের ভোটদানে গেরুয়া কর্মীরা যেভাবে উত্‍সাহিত ও সহযোগিতা করছেন, তা দেখেই পুননির্বাচনের দাবি তুলছেন রবীন্দ্রনাথবাবু। তিনি আরও জানান, মাঠে নেমে খেলার আগেই তৃণমূল হেরে গিয়েছে তা একান্ড দেখে স্পষ্ট ।