শীতের আমেজের মাঝেই আগামী ২৪ ঘণ্টার মধ্য বৃষ্টির সম্ভাবনা

243

প্রত্যেকবারের মত এবারও ১৪ই ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে ঠান্ডাভাব। বলা চলে রয়েছে শুধু শীতের আমেজ মাত্রই। তবে আজ সকাল থেকে কুয়াশার সঙ্গে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে । কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে। মূলত, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৫-৯৫ শতাংশ।