সংসারে সমৃদ্ধি আনতে লক্ষ্মীর পুজো করার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলো

389

বাঙালির বারো মাসে তেরো পার্বন। সেই পার্বনের মধ্যে অন্যতম আর এক পার্বন হলো লক্ষ্মী পুজো। দুর্গাপুজোর পরে পূর্ণিমা ও শুক্লাপক্ষে এই দেবীর পুজো হয়ে থাকে। এই পুজো হলো হিন্দুদের একটি অন্যতম পুজো। এই পুজোয় ভুলিয়ে দেয় মা গমনের দুঃখ ও কষ্ট। তবে, এই পুজোর আগে কিছু কিছু জিনিস আছে, সেগুলি যদি আপনি বাড়ি থেকে না বর্জন করেন তাহলে জানবেন এই পুজোর আসতে পারে কোনো না কোনো সমস্যা বা কোনো বিপদ। তাই আপনার জীবনে যাতে বিপদ আসবার আগেই এই জিনিসগুলি বাড়ি থেকে বর্জন করুন। আসুন জেনে নেই সেই জিনিস গুলি সম্পর্কে…

১) ভাঙা কাচ বা আয়না। ভাঙা কাছ বা আয়না কখনো বাড়িতে রাখবেন না। বাস্তু শাস্ত্র মতে এই জিনিস গুলো অমঙ্গল ডেকে আনে। এই জিনিস যদি বাড়িতে রাখেন তাহলে তা সরিয়ে ফেলুন।

২) ভাঙা থালা বা বাসন। অনেক বাড়িতেই অনেকে আছেন যারা ভাঙা থালা বা বাসন পত্র ব্যবহার করে থাকেন। মনে রাখবেন এই ভাঙা থালায় কিছু জিনিস থাকলে বা কিছু খেলে আয়ু ক্ষয় হয়। ভাঙা জিনিস আত্ম বিশ্বাস কমিয়ে দেয়। এই কারণে প্রাচীন শাস্ত্রে ভাঙা পাত্রে খাওয়া নিষেধ করা হয়েছে। তাই পুজোর আগে বাড়ি থেকে সরিয়ে দিন থালা বা বাসন।

৩) বাদুড় ও পেঁচার বাসা। বলা হয়ে থাকে যে বাড়িতে বাদুড় বা পেঁচার বাসা থাকে, সেই বাড়ির সদস্যরা কোনো দিন অর্থের মুখ দেখতে পায় না। তাই আপনি যদি আর্থিক ভাবে সুখী হতে চান তাহলে লক্ষ্মী পুজোর আগে সরিয়ে ফেলুন এই জিনিস।

৪) বাড়িতে কখনো নষ্ট ও বন্ধ হওয়া ঘড়ি রাখবেন না। বাস্তু শাস্ত্র মতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ির দিকে তাকালে পজিটিভ শক্তি কমে যায়। এই সব জিনিস বাড়িতে থাকলে খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তাই এটি পুজোর আগে বাড়ির থেকে ফেলে দিন।

৫) পাপোষ বা পূরাতন কার্পেট। বাড়িতে পুরোনো কার্পেটের বদলে নতুন কার্পেট আনুন। কারণ এই পুরোনো জিনিস বাড়ির নেগেটিভ শক্তি কে বহন করে। তাই পুজোর আগে এই ধরনের জিনিস বাড়ি থেকে বর্জন করুন।

৬) মাকড়সার জাল। এটি যে বাড়িতে থাকে সেই বাড়ি তে দুর্ভাগ্য সর্বদাই নিত্য সঙ্গী হয়। তাই মায়ের আগমনের আগে বাড়ির থেকে এই জিনিস পরিষ্কার করে ফেলুন।

৭) ভয়ের ছবি। বাড়িতে ভয়ের ছবি কখনো রাখবেন না। বাড়িতে কোনও দুর্ঘটনা যুক্ত ছবি বাড়িতে রাখবেন না। এই গুলি বাড়িতে থাকলে নেগেটিভ শক্তির বহন করে তাই এই জিনিস গুলো সরিয়ে ফেলুন