লক্ষ্মী পুজোর দিন এই ৩’টি কাজ অবশ্যই করুন, দেখবেন অর্থকষ্ট বলে আর কিছুই থাকবে না!

331

আজ লক্ষ্মী পুজো। দুর্গা পুজোর পর এটি হল বাঙালির প্রথম উৎসব । শ্রী বিষ্ণু দেবের স্ত্রী লক্ষ্মী দেবী হল সম্পদের দেবী । বাঙালির ঘর ধনধান্যে তিনিই পূর্ণ করেন । তাই বাঙালি রমণীদের চির আরধ্য দেবী হলেন লক্ষ্মী দেবী। তবে আজকের দিনে বাঙালি রমণীদের এই টোটকাটি, খুবই গুরত্ব রাখবে আপনাদের নিত্যজীবনে। অর্থাৎ ক্ষ্মীর পুজোতে তিনটি কাজ করুন,যেকারনে আপনার সংসার হয়ে উঠবে উন্নত ও ঝলমলে :

প্রথমত, অনেকেই জানেন লক্ষ্মী হলেন শান্তি প্রিয় দেবী, তাই পুজোর দিন বাড়ীতে হইচই করবেন না । রাত যত দেরি করে, পূজা করবেন ততই শ্রেয়।

দ্বিতীয়ত, লক্ষ্মীর প্রতিমার বা শড়ার সামনে একটি পাত্রে তিনটি তুলসি পাতা পরিষ্কার ভাবে রাখুন। পূজার শেষে সময় করে তুলসিপাতাগুলি ক্রমে ক্রমে ভিন্ন জায়গায় রাখুন (১) বাড়ীর উত্তর সীমানায় একটি পয়সার সাথে পুঁতে দিন।(২) একটি পাতা এনে আপনার ঘরের দরজার উপর সিঁদুরের পাঁচ ফোঁটা দিয়ে আঠালো কিছু দিয়ে সেটে দিন, মনে রাখবেন পাতাটি জেনো সহজেই দেখা যায়। (৩) এই তৃতীয় পাতাটি আপনাকে রাখতে হবে গোপনে, একটি ছোট গামছা বা লাল কাপড়ের মধ্যে সিঁদুর ও হরীতকী, একটি সুপারি দিয়ে বেঁধে লক্ষ্মীর আসনে রাখুন, যদি প্রতি বৃহস্পতিবারে ঘট পরিবর্তন করে পূজা করেন তাহলে পূজার সময় একবার করে দেখে তিনবার লক্ষ্মী মন্ত্র জপ করবেন।

তৃতীয়ত, পূজার দিন সামর্থ্য অনুযায়ী, বাল্য সেবা করান । এই বাল্য সেবার অর্থ অনেকেই জানেন, এর অর্থ হল অতিথি যেমন নারায়ণ তেমনি বাল্য মানে বালক এই কম বয়সী নিষ্পাপ শিশুদের আহার খাওয়ালে, ণারায়ন তুষ্ট হন সাথে মর্তের মানুষের জন্য অফুরন্ত ধন দান করেন তিনি।