ইতিহাসে পাতায় আজকের দিনে (৫’ই জুন) যা যা ঘটেছিল?

সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, তারমাধ্যমে সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে জায়গা পায় ইতিহাসের পাতায়, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের আজকের দিনে’

৪৬৯ খ্রীষ্টপূর্ব সক্রেটিস গ্রিক দার্শনিক জন্মগ্রহণ করেন

১৫০৭ সালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস এর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন।

১৬৬১ সালে আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৭৮৩ সালে ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৮০৬ সালে লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত।

১৮২৭ সালে উসমানীয় সাম্রাজ্যের কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন

১৮৪৯ সালে ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।

১৮৬৫ সালে ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহন করেন

১৮৭০ সালে তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

১৮৮৯ সালে ভারতবর্ষে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রথম প্রচারক রাজেন্দ্রচন্দ্র দত্তের মৃত্যু হয়

১৯১৫ সালে ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৬ সালে তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।

১৯২৬ সালে তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা।

১৯৪০ সালে প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।

১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ: যুক্তরাষ্ট্র কর্তৃক বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১৯৫২ সালে মুকেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক জন্ম হয়

১৯৫৬ সালে স্বস্তিকা মুখোপাধ্যায় বাঙালি সঙ্গীতশিল্পীর জন্ম হয়

১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ‘জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন’ শুরু।

১৯৭২ সালে স্টকহোম বৈঠকে প্রতিবছর এই দিনে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

১৯৭৫ সালে কমন মার্কেট থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট। অধিকাংশ ভোট কমন মার্কেট থাকার পক্ষে পড়ে।

১৯৭৬ সালে আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় খুলে দেওয়া হয়।

১৯৯৭ সালে আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০১৬ সালে বিজিবি’র প্রথম নারী সদস্যদের পথচলা শুরু।

আজ বিশ্ব পরিবেশ দিবস