চাকরি হারাচ্ছেন প্রায় ১১ হাজারের বেশি মানুষ

টুইটারের পর এবার কর্মীছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। বুধবার এক ব্লগ পোস্টে এই ঘোষণা করেছেন কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ । আয়ের তুলনায় সম্প্রতি কোম্পানিতে ব্যয় বেড়েছিল অনেকটাই। ফলে সম্প্রতি এক ধাক্কায় অনেকটা কমেছে লাভের পরিমাণ। এই কারণেই ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা। মার্কের কথা অনুযায়ী, “আজ আমি কোম্পানির ইতিহাসে আমাদের করা কিছু সবচেয়ে কঠিন পরিবর্তন শেয়ার করছি। আমি আমাদের দলের আকার প্রায় ১৩% কমানোর সিদ্ধান্ত নিয়েছি, ফলে আমাদের ১১,০০০ এরও বেশি প্রতিভাবান কর্মচারীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি।” একই সঙ্গে তিনি জানিয়েছেন আপাতত কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে।

তবে ছাঁটাই হওয়া সব কর্মীকে আগামী ১৬ সপ্তাহের বেসিক বেতন দেওয়া হবে। একই সঙ্গে প্রতি বছর কাজ করার জন্য অতিরিক্ত ২ সপ্তাহের বেতন পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা। ২০০৪ সালে কোম্পানির প্রতিষ্ঠার পরে এই প্রথম বাজেট কমানোর এত বড় সিদ্ধান্ত নিলেন মার্ক জাকারবার্গ। বিগত কয়েক মাসে কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবসায় উল্লেখযোগ্য পতন হয়েছে। একই সঙ্গে মার্কিন অর্থনীতি মন্দার মুখে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল রিয়েলিটি ও মেটাভার্সে বিপুল লগ্নি করে বসে আছেন ফেসবুক প্রধান।

এদিকে গত সপ্তাহেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল টুইটার। গত শুক্রবার কোম্পানির প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থাটি। এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও টুইটারের কর্মী ছাঁটাই নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। রাতারাতি ইমেলের মাধ্যমে বহু কর্মীকে কাজে আসতে নিষেধ করেছিল এই মার্কিন সংস্থাটি। পরে যদিও ছাঁটাই হওয়া কিছু কর্মীকে আবার কাজে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টুইটার।