আমার সন্মান আছে, তাই কাউকে তেল মারতে পারি না, স্পষ্ট বার্তা শ্রীলেখা মিত্রর

অভিনেত্রী, ইউটিউবার পাশাপাশি তিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হ্যাঁ কথা হচ্ছে শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। যে কারণে ইন্ডাস্ট্রির অনেকের কাছে সমালোচনার পাত্রি হয়েছেন তিনি। অন্তত এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাংক্ষাৎকারে শ্রীলেখাকে জিজ্ঞেস করা হয় তাকে কেন কমসংখ্যক কাজ করতে দেখা যায়? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বাকিদের মতো তেল দিতে পারি না। আর টালিউডের অনেকেরই আত্মসম্মান নেই। সেই কারণেই বাকিদের তুলনায় আমি কম কাজ পাই। তবে তাই বলে আমি নিজেকে বদলাতে চাইনি। আমার মন যা বলে, আমি তাই করি।’

তিনি আরও বলেন, ‘টলিউডে দুটো সিনেমা তখনই বাঁধা হয়ে যায় যখন একজন অভিনেত্রী কোনো অভিনেতা তথা হিরো বা ডিরেক্টরের সঙ্গে প্রেম করেন। একটি হিন্দি ছবিতে গোবিন্দর সঙ্গে তার কাজ করার কথা ছিল। সাবস্ক্রিপ্ট পড়ে শোনানোর জন্য তাকে ডাকা হয়েছিল। নায়িকা তার ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানান। সেখানে গিয়ে খাওয়া, আড্ডা হলেও কাজ হয়নি।’

উল্লেখ্য, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর শ্রীলেখা এক সংবাদমাধ্যমে লিখেছিলেন, আমি যাঁদের নিয়ে আজ লিখছি, তাঁরা কিন্তু কেবল দাদা, দিদিতে সীমিত নেই। পর পর দুটি ছবি হিট করে গেলেই অভিনেতা-অভিনেত্রীরা ক্ষমতার আসনে বসেন। আর তার পর ক্ষমতার দেখনদারি শুরু হয়। সমস্ত প্রভাবশালী মানুষকে নিয়েই আমার এই লেখা। আর বারবার শ্রীলেখা মিত্র সকলের নাম নেবে কেন? যাঁদের কথা বলছি, তাঁরা তো অন্তত বুঝবেন। আর কী চাই? সেই মানুষগুলি বারবার বলেন, আমরা ইন্ডাস্ট্রির মুখ, আমরাই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে গিয়েছি। হাল ধরেছি। তাঁদের মনে করাতে চাই, কেউ বিনামূল্যে কাজ করেননি। প্রযোজকের কাছ থেকে টাকা পেয়েছেন বলেই একের পর এক ছবিতে অভিনয় করেছেন। তা ছাড়া সবই তো এখানে ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে।