দিওয়ালির আগে অমিতাভ বচ্চনকে নিয়ে দুঃসংবাদ

কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) সেটে একটি দুর্ঘটনায় পা কেটে রক্তারক্তি হল অমিতাভ বচ্চনের। ক্ষতস্থানে সেলাই পড়েছে, আপাতত তাকে হাঁটতে বারণ করেছেন চিকিৎসকরা। রবিবার নিজের ব্লগে এই খবর নিজেই জানান অমিতাভ। ওই পোস্ট থেকে জানা যায়, সম্প্রতি কেবিসির সেটে একটা ধারালো ধাতব টুকরা লেগে তার বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশীর শিরা কেটে যায়। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হলে কেটে যাওয়া জায়গায় সেলাই দেওয়া হয়। অমিতাভ লিখেছেন, “শিরা কেটে রক্ত বের হতে লাগল গলগল করে। হাসপাতালে চিকিৎসকরা অপারেশন থিয়েটারে নিয়ে সেলাই দিলেন। চুপচাপ দেখলাম।”

আপাতত চিকিৎসকরা হাঁটাচলায় বারণ করেছেন জানিয়ে তিনি বলেন, “আমাকে দাঁড়াতেও নিষেধ করেছে তারা (চিকিৎসক), হাঁটাচলা তো দূরের কথা।” ভক্ত-অনুরাগীদের উদ্বিগ্ন না হতে আহ্বান জানিয়ে অশীতিপর এই অভিনেতা আশ্বস্ত করেছেন, তিনি আগের চাইতে অনেকটা ভালো আছেন। দুই দশক আগে শুরু হওয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় এই গেইম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শুরু থেকেই সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন। গত ১১ নভেম্বর জীবনের ৮০তম অধ্যায় শুরু করেছেন অমিতাভ। বক্স অফিসের বহু প্রজন্মের তারকার সঙ্গে টক্কর দেওয়া এক অভিনেতা তিনি।

সম্প্রতি অয়ন মুখার্জি পরিচালিত হালের সবচেয়ে আলোচিত বলিউড ছবি ব্রহ্মাস্ত্রে দেখা গেছে অমিতাভকে। এছাড়া তিনি কন্নড় অভিনেত্রী রশমিকা মানদানা ও নীনা গুপ্তের সঙ্গে বিকাশ বেহলের ‘গুডবাই’ সিনেমায় বাবার চরিত্রে আছেন, যা মুক্তি পায় রোববার। সুরুজ বরজাতিয়া পরিচালিত বন্ধুত্বের গল্প নিয়ে‘উঁচাই’ সিনেমার শুটিং শেষ করেছেন অমিতাভ, যা মুক্তি পাবে ১১ নভেম্বর।