ধনসম্পত্তি পেতে হলে লক্ষ্মী পুজোর আগে এই ৪’টি অভ্যাস আজই ত্যাগ করুন

416

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা প্রত্যেকেই আমরা পুজো অর্চনা করে থাকি। নানা ধরণের প্রয়াস করে থাকি। কিন্তু এত কিছুর পরেও আমরা অনেকেই মায়ের কৃপা লাভ থেকে বঞ্চিত হই। এর কারণ আমাদের কিছু ভুলভাল কাজ, যা আমরা জেনে বা না জেনে করে থাকি। যে কাজ গুলি অশুভ বলে মানা হয়। যার জন্য মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় না। আমরা আমাদের জীবনে কঠোর পরিশ্রম করে থাকি মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আমাদের উপর থাকে। কিন্তু তা করেও আমরা মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হই। আমাদের কিছু ছোট খাট ভুলের জন্য মা লক্ষ্মী রুষ্ট হন, অপ্রসন্ন থাকেন। আজকে আমরা জানবো সেই ভুল কাজগুলি সম্পর্কে। যদি এই কাজ গুলি করার অভ্যাস থেকে থাকে আজই ত্যাগ করুন।

১) আমরা সবাই পুজোর সময় প্রদীপ জ্বালাই। একটি ঘিয়ের প্রদীপ ও আর একটি তেলের প্রদীপ। যদি ঘি এর প্রদীপ জ্বালান তাহলে প্রদীপকে আপনি যেখানে বসে আছেন তার বাঁ দিকে জ্বালুন। আর তেল দিয়ে যদি জ্বালান তাহলে তা ডান দিকে রাখুন। তা না করে যেখানে সেখানে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন।

২) স্নান না করে যদি আপনি তুলসী পাতা তোলা উচিত নয়। এমনকি তুলসী গাছে হাত দেওয়াও উচিত না। আর যদি তা করে থাকেন তাহলে তা আপনার আগত দিনকে খুবই খারাপ প্রতিপন্ন করে। স্নান না করে তুলসী পাতা তুলে সেই তুলসী যদি মায়ের পুজোর কাজে লাগান তাহলে সেই পুজোর ফল কখনো লাভ হয় না। আর রাতের বেলায় কখনো তুলসী গাছে হাত দেবেন না ও তুলসী পাতা তুলবেন না।

৩) আপনি যদি প্রত্যেক দিন সকালে পুজোর ফুল তুলে থাকেন তাহলে মেনে চলুন এই কাজ গুলি। পুজোর ফুল তুলবেন স্নান না করে। স্নান করে পুজোর ফুল তোলা হলেও সেই ফুলে পুজো হলে সেই পুজো স্বীকার হয় না। তাই রাতের কাপড় ছেড়ে শুদ্ধ কাপড় পড়ে পুজোর ফুল তুলুন। আর ফুলকে কখনো ধোবেন না। তবেই আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন।

৪) আমরা আমাদের বাড়িতে সিঁড়ির নিচে বা ছাদের ওপর অধিক অপ্রয়োজনীয় জিনিস রেখে থাকি। তার মধ্যে ভাঙ্গা কাচ, ইলেকট্রনিক জিনিস সহ নানান জিনিস থাকে। যদি এই কাজটি করে থাকেন তাহলে তা এখনই বর্জন করুন। কারণ তাতে নেগেটিভ এনার্জি বেশি প্রবেশ করে বাড়ির মধ্যে। যা আপনার সকল কাজে বাধা সৃষ্টি করে। তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। কারণ মা লক্ষ্মী পজিটিভ এনার্জি বেশী পছন্দ করেন।