সাবধান!!! লক্ষ্মী পুজোর দিন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না

আজ লক্ষ্মী পুজো। দুর্গা পুজোর পর এটি হল বাঙালির প্রথম উৎসব । প্রতি ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পুজো হতে দেখা যায় । লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। মূলত, শারদীয় দুর্গোৎসব শেষ হতেই পূর্ণিমা তিথিতে লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই পূজা এক চিরন্তন প্রার্থনা। নারী পুরুষ উভয়েই এই পুজোয় অংশ গ্রহণ করেন। কথিত আছে, মা লক্ষ্মীর পুজো খুবই সাধারন। মন দিয়ে নিষ্ঠার সাথে মাকে ডাকলেই তিনি খুশি। লক্ষ্মী পুজোর বিধি খুবই সহজ সরল। কিন্তু সামান্য কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি। না হলে অনেক সময় লক্ষ্মী অলক্ষ্মী রুপ ধারন করে।

১. কোজাগরী লক্ষ্মী পুজোয় কাঁসর, ঘণ্টা কখন বাজাবেন না। শুধু শাঁখ বাজাতে হয় লক্ষ্মী পুজোয়। মা লক্ষ্মীর আরাধনায় শাঁখ ও উলুর ধ্বনি দেওয়া যায়।

২.পুজো করতে গেলে তুলসী পাতা লাগেই কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কখন তুলসী পাতা ব্যবহার করবেন না।

৩. মায়ের মূর্তি কালো বা সাদা রঙের কাপড়ের উপর ভুলেও স্থাপন করবেন না। লাল বা হলুদ রঙের বস্ত্রের উপর স্থাপন করবেন।

৪.মাকে অর্পণ করা সামগ্রী লোহা বা স্টিলের বাসনে রাখবেন না। কারণ অলক্ষ্মীর পুজো হয় লহার বাসনে। তামা বা পিতলের পাত্রে রাখবেন। যদি তা না থাকে কলাপাতায় মায়ের ভোগ ও অন্যান্য সামগ্রী রাখতে পারেন।

৫.সাদা ফুল দিয়ে মায়ের পুজো করতে নেই। সাদা ছাড়া লাল, গোলাপি রঙের ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন।