লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আনুন এই ৫টি জিনিস! টাকা আসবে জলের মতো

380

বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে.নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশ গ্রহণ করেন। তবে মা লক্ষ্মী দেবীকে আপনি কিভাবে তুষ্ট করবেন? আসুন আজকের আলোচনার জেনে নেওয়া যাক।

আমরা জীবনে প্রত্যেকেই ভালো থাকতে চাই। প্রত্যেকেই চাই জীবনের সুখ-শান্তি ফিরে পেতে। কিন্তু এই সুখ পাবো কি করে আমরা বুঝে উঠতে পারিনা। দিন রাত চিন্তা ভাবনা করি। কিন্তু সকল চিন্তার সমস্যার সমাধান হয়ে যাবে লক্ষ্মী পুজোর দিন এই সব কাজগুলি করলে। অবশ্যই লক্ষ্মী পুজোর বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস। এর ফলে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন।

১) লক্ষ্মী পূজোর দিন বাড়িতে আনুন নারকেল। পুজোর নারকেল ছোট পাওয়া যায়। তাই আপনি এই নারকেল বাড়িতে আনুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। নারকেল মা লক্ষ্মী দেবীর অত্যন্ত একটি প্রিয় জিনিস। তাই লক্ষ্মী পুজোর দিনে এই নারকেল নিতে ভুলবেন না মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে। এই নারকেল যদি আপনি পুজোর দিনে দিতে পারেন। আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। মা লক্ষ্মী দেবী কৃপা আপনি অবশ্যই পাবেন।

২) কড়ি হচ্ছে অত্যন্ত প্রিয় জিনিস মা লক্ষ্মীর কাছে। পুজোর দিন আপনি যদি বাড়িতে কড়ি আনেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কড়ি নিবেদন করলে আপনার জীবনে সমস্ত ভয়, মানসিক চিন্তা দূর হয়ে যাবে।

৩) পুজোর দিন শ্রী-যন্ত্র বাড়িতে আনলে অর্থের সমস্যা মিটে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না লক্ষ্মী দেবীর কৃপায় আর্থিক সমস্যার সমাধান হয়ে গেছে।

৪) পুজোর দিন বাড়িতে আনুন ‘লক্ষ্মী পাদুকা’। লক্ষ্মী পাদুকা আপনার জীবনের সৌভাগ্য ফিরিয়ে দেবে। এই জিনিসগুলি হিন্দু শাস্ত্র মতে খুবই শুভ। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এই জিনিসগুলি কম বেশি দেখতে পাওয়া যায়।

৫) কুবের মূর্তি: কুবের হলেন ধন-সম্পদের দেবতা। লক্ষী পূজোর দিন বাড়িতে কুবের – এর মূর্তি আনলে আপনার জীবনে আরও অর্থ ভাগ্য খুলে যাবে সকল অর্থের সমস্যা আপনার জীবন থেকে বিদায় নেবে।