মোদীর কলকাতা সফরের মাঝেই বিজেপি শিবিরে বড়সড় ভাঙ্গন,

139

মোদীর ২১ ঘণ্টা কলকাতা সফরের মাঝেই বিজেপি শিবিরে বড়সড় ভাঙ্গন । মূলত, এদিন  ঝাড়গ্রাম শহরের ৪৫০০ জন বিজেপি সমর্থক বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলেন । এবং তাঁদের হাতে দলীয় পতকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃনমূল সভাপতি বীরবাহা সরেন টুডু। এদিকে এবিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃনমূল সভাপতি সাথে যোগাযোগ করা হলে তিনি  independent24x7 কে জানান, বিজেপি এখন একটি সাম্প্রদায়িক দলে পরিনত হয়েছে। এবং বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের দলে নিয়ে গিয়েছিল। সেই ভুল আজ বুঝতে পেরেছে মানুষ। এবং নিজেদের ভুল শুধরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবার জন্যই তাঁরা বিজেপি ছেড়ে ফের তৃনমূলে ফিরেছে ।


উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর থেকে একের পর এক ভাঙ্গনের সাক্ষী থেকেছে জেলা তৃনমূলের কর্মী সমর্থকেরা । এমনকি ২০১৯ লোকসভায় এই আসনটি ছিনিয়ে নেয় বিজেপি । তবে বিজেপি এখন দুমড়ে মুষড়ে পড়ছে । সেটাই চোখের সামনে ভেসে উঠেছে তৃনমূল নেতাদের। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে মাঠে নেমে পরেছেন তাঁরা। যার ফলে হারানো জমি ফিরে পেতে সার্থক হচ্ছেন ঝাড়গ্রাম জেলা শীর্ষ নেতৃত্বরা । এমটাই মত রাজনৈতিক মহলের।