মোদী সঙ্গে একান্ত বৈঠকে কি কথা হল মমতার

38

বিক্ষোভের মাঝেই ২১ ঘণ্টার সফরে তিলোত্তমায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমান বন্দরে বিশেষ বিমানে করে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমান বন্দরে তাঁকে গোলাপ দিয়ে স্বাগত জানান রাজ্যপাল জগদীপ ধনখড়, মেয়র ফিরহাদ হাকিম, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিং। এরপরই বিশেষ চপারে করে রেসকোর্সে উড়ে যান প্রধানমন্ত্রী। রেসকোর্সে অবতরণ করে সেখান থেকেই যান রাজভবনে।

এদিন রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ফের একবার রাজ্যের বকেয়া পাওনা ২৮ হাজার কোটি টাকা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। এবং বুলবুলের জেরে হওয়া ক্ষতি সাত হাজার কোটি টাকা সব নিয়ে মোট পাওনা ৩৮ হাজার কোটি টাকা দ্রুত রাজ্যকে দেওযার আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন এনআরসি, সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে এদিন বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেশের নাগরিক সকলে। তাই নাগরিকত্ব এই ভাবে কাড়া যায় না। মুখ্যমন্ত্রী বলেন, তিনি আবেদন করেছেন অবিলম্বে কেন্দ্রীয় সরকার যেন সিএএ ও এনআরসি প্রত্যাহার করে তাঁর দাবিও এদিন জানিয়েছেন। যার পরই এদিন প্রধানমন্ত্রী তাঁকে জানান দিল্লিতে আসুন এই বিষয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন তাই তাঁর সঙ্গে সৌজন্যের কারণে সাক্ষাত্‍ করেন। এরপরই সেখান থেকে সরাসরি ধরনা মঞ্চে চলে যান মুখ্যমন্ত্রী।