ঝাড়গ্রামে তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন! বিস্তারিত পড়ুন

116

নিজস্ব প্রতিবেদন: ঝাড়গ্রামে তৃণমূলের সাংগঠনিক রদবদল।শনিবার ঝাড়গ্রামে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে ঝুমুর মেলার উদ্বোধন করেন তিনি।তার ফাঁকে দলীয় বৈঠক করেন মহাসচিব পার্থ চ্যাটার্জি।বৈঠকে পার্থ চ্যাটার্জি বলেন,বেলিয়াবেড়া ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল ব্লক সমালাতে পারছে না।পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালীপদ শূরকে ব্লকের কার্যকরী সভাপতির দায়িত্ব দেন।সেই সঙ্গে কালীপদ শূরকে বেলিয়াবেড়া ব্লকে চারটি অঞ্চল ও টিঙ্কু পালকে দু’টি অঞ্চল সামলানোর কথা বলেন।মহাসচিব বলেন, টিএমসিপির জেলা সভাপতি সত্যরঞ্জনের বয়স হয়ে গিয়েছে। সত্যরঞ্জনকে টিএমসিপি দেখতে হবে না। জেলা যুব সভাপতি দেবনাথ হাঁসদাকে মন্ত্রী নির্দেশ দেন, সত্যরঞ্জনকে যুবর কাজ করার জন্য। টিএমসিপির দেখার কথা টিএমসিপির রাজ্য সম্পাদক আর্য ঘোষকে বলেন। তবে কোনও দায়িত্ব দেননি। শহর যুব তৃণমূলের অজিত মাহাতকে মন্ত্রী বলেন, শহর সভাপতি প্রশান্ত রায় অনেক সিনিয়র। প্রশান্ত রায়কে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।