শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না, একসময়ের সঙ্গীকে অভিশাপ মদন মিত্রর

243

এতদিন আর কাউকে দেখা যায়নি। ভোট এসেছে তাই ফের নন্দীগ্রাম, নেতাইয়ের কথা মনে পড়েছে। তৃণমূলের সভার আগে এদিন সকাল ৮টা নাগাদ নেতাইয়ে গিয়ে তার প্রাক্তন দলের প্রতি এমন ভাবে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দুর সভা শেষ হবার পর বেলা বাড়তেই সেখানে পৌঁছন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মদন মিত্র। তাঁরা পৌঁছতেই শহিদ বেদী গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ শুরু করেন। এবন তৃণমূলের তরফে দাবি করা হয়, শুভেন্দুর মতো মিরজাফর শহিদ বেদী ছোঁয়ায় তা অপবিত্র হয়েছে। তাই তার শুদ্ধিকরণ প্রয়োজন। পাশাপাশি সেখান থেকে একাধিক ইস্যুতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, “সত্যবাদী যুধিষ্ঠিরকেও নরকে যেতে হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না। কারণ উনি বলেছেন নেতাই-নন্দীগ্রামের জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, এসেছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব।” পাশাপাশি স্বজনপোষণ নিয়েও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। বলেন, “বলছে যে তৃণমূলকে ঘেন্না করে। আপনার বাবাও তো তৃণমূল করেন, তাহলে কী বাবাকেও ঘেন্না করেন?