মমতার ধর্না মঞ্চের ব্যারিকেড ভাঙল পড়ুয়ারা, চলছে ধস্তাধস্তি

66

আজ বিকেলে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর এটাই তাঁর প্রথম বাংলা সফর। তবে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে অভূতপূর্ব নাগরিক বিক্ষোভের আবহ তৈরি হয়েছিল সকাল থেকেই। মূলত, প্রধানমন্ত্রীর বিমান অবতরণের পর বাইরে স্লোগান ও বিক্ষোভে ফেটে পরেন প্রতিবাদীরা। যার জেরে বিমান বন্দর সংলগ্ন ভিআইপি রোডে বসে অবরোধ শুরু করেন বাম প্রতিবাদীরা। এরপর রেসকোর্সে প্রধানমন্ত্রীর চপার পৌঁছানোর পর, গাড়িতে সড়ক পথে রাজভবনের দিকে রওনা হওয়ার সময়ে ফের একবার কালো পতাকা হাতে নিয়ে সঙ্গে গো ব্যাক স্লোগান দিয়ে প্রতিবাদ বিক্ষোভে সরব হয় প্রতিবাদীরা। অন্যদিকে এই পরিস্থিতিতে রাজভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কথামতই সরাসরি ধর্মতলায় তৃমমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শুরু হওয়া CAA, NRC বিরোধী ধরনা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলা মেলান প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের সঙ্গে।  আর ঠিক তখনই পুলিশের চোখের সামনেই তিন তিনটে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বাম-ছাত্র যুবরা। ধর্মতলায় ভিন্ন শিবিরের ছাত্র-যুবদের মুখোমুখি আসায় সৃষ্টি হয় ধুন্ধুমারের। পরিস্থিতি দেখে মঞ্চ থেকে শান্তি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।