বিজেপির ঘর ভাঙলেন শুভেন্দু,বিস্তারিত পড়ুন

141

লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই শাসক শিবিরে ভাঙন অব্যাহত।কিন্তু মাসখানেক ধরে উল্টো পূরান ঘটছে।অর্থাৎ শাসক দলে ফিরছেন নেতা সহ কর্মীরা।ফের শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন শতাধিক কর্মী সমর্থক।উল্লেখ্য,আজ,রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকে তৃণমূলের জনসভায় এসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নয়াগ্রাম ব্লকের শতাধিক কর্মী সমর্থক।এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষণ তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন(টুডু) independent24x7 কে জানান,”আমাদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন ওই কর্মী সমর্থকরা।কিন্তু পরে নিজেদের ভুল বুঝতে পেরে মমতা ব্যানার্জির কর্মযজ্ঞে সামিল হতে ফের তৃণমূলে যোগদান করলেন।”

এদিন জনসভায় উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন( টুডু),বিধায়ক দুলাল মুম্মু,
নয়াগ্রাম ব্লকের সভাপতি উজ্বল দত্ত সহ প্রমুখ নেতৃবৃন্দ।