প্রেমে ছলনা, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক!

প্রেমে ছলনা, প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক।এই ঘটনা ঘটেছে ধুপগুড়ির ১ নম্বর ওয়ার্ডে। প্রেমে প্রতারণার অভিযোগ এনে রবিবার ধুপগুড়ি ১ নম্বর ওয়ার্ডের চাকলা পাড়া প্রেমিকা এর বাড়ির সামনে ধরনায় বসে প্রেমিক যুবক অনন্ত বর্মন । এমন কি তার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় সে । এরপর হোয়াটস্যাপ , মোবাইল নম্বর সমস্ত কিছু ব্লক করে দেয় । এতেই মাথা বিগরে যায় অনন্তর । কারণ খুঁজতে প্রেমিকা দীপিকা বর্মন এর সঙ্গে দেখা করে। তখন সে জানতে পারে যে তার অন্য কোথাও বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পরিবার । এই বিষয়ে মানতে নারাজ প্রেমিক যুবক অনন্ত বর্মন ।

এতদিন পেপার পত্রিকা এবং খবরের চ্যানেলে দেখা গিয়েছে প্রেমে প্রত্যাখ্যিত হয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রেমিকা । তবে এ দিনের ঘটনা শহরবাসীর চমকে দিয়েছে । সবার মুখে মুখে প্রেকিদের ধর্নার ঘটনার কথা । কান পাতলেই শনা যাচ্ছে । যদিও অনন্তর এই অভিযোগ কে অস্বীকার করেছে প্রেমিকা I রবিবার সোনাপুর থেকে লিপিকা বর্মন কে ছেলেপক্ষ দেখতে আসবে এই খবর বন্ধু মারফৎ জানতে পারে অনন্ত । মেয়ে দেখতে আসার সময় তাদের রাস্তা আটকে ধরে তারা এবং তাদের ওপর এ হামলা চালায় বলে অভিযোগ মেয়ের পরিবারের ।

এর পরে সেখান থেকে ছেলেপক্ষ ধুপগুড়ি থানায় চলে যাইয় । আর মেয়ে দেখতে না গিয়ে ফিরে যায় তারা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । প্রতিবেশীরা জানিয়েছে দীপিকা এবং অ্নন্তের প্রেমের সম্পর্ক প্রায় ৮ বছরের বেশি সময় ধরে । তবে হঠাৎ তাদের এই বিচ্ছেদে কি কারণে তা কেউ জানেন না ।

প্রিমিকা লিপিকার তাকে প্রত্যাখ্যান করা কোন ভাবে মেনে নিতে পারেনি অনন্ত । তাই সটাং বাড়ির রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে পড়েছে সে । তার দাবি প্রেমের আট বছর তাকে ফিরিয়ে দিতে হবে , ভালোবাসার মূল্য চাই । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুপগুড়ি থানার পুলিশ । পুলিশ কর্মীরাও তাকে বুঝিয়ে সে ধরনা থেকে তোলার চেষ্টা করে । কিন্তু প্রেমিক যুবক নাছোড়বান্দা সে কোন ভাবেই ধর্ণা থেকে উঠতে চান না । এর মধ্যে ছেলের এই কান্ড শুনে মেয়ের বাড়িতে যান অনন্তর মা ফুলবালা বর্মন । আর মেয়ের বাড়িতে পৌঁছতেই শুরু হয় তুমুল গন্ডগোল মেয়ের পরিবারের সঙ্গে প্রেমিকের পরিবারের ঝাঁটা নিয়ে মার পিঠে জড়িয়ে পড়েন উভয়পক্ষ । সামাল দিতে আসরে নাম তো হয় ধুপগুড়ি থানার পুলিশ ও র‍্যাফ কে ।

এদিকে ধুপগুড়ি থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে কোন লিখিত অভিযোগ না থাকায় সেই যুবককে ধরনা থেকে তারা তুলতে পারবেন না । লিখিত অভিযোগ পেলেই কোন আইনগত পদক্ষেপ নেওয়া হবে । এদিকে ছেলে কেউ পুলিশের তরফে জানানো হয়েছে কোন অভিযোগ থাকলে লিখিত আকারে যাতে থানায় জানানো হয় ।