পাহাড়ে ফের একবার বড়সড় ধাক্কা খেল মমতা!

106

সামনেই বেশ কিছু পুরসভা ভোট, সঙ্গে রয়েছে ছোট লাল বাড়ি দখলের লড়াই, এই জায়গায় দাঁড়িয়ে ২০২১ এর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বরসড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তথা টিম মমতা। একমাত্র মিরিক দখল করার পর মমতা হাত বাড়িয়েছিল দাজিলিংয়ের অন্যান্য ক্ষেত্রগুলিতে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে তিনি পাহাড়কে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন, এমনকি পাহাড়কে নিজের দ্বিতীয় ঘর বানিয়ে ফেলেছিলেন। সেখানেই এখন ধাক্কা খেয়ে খাদের কিনারে এসে দাঁড়ালেন।

উল্লেখ্যে ,গত ৪ই জুন ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২৬ জন কাউন্সিলরের সমর্থন নিয়ে ভাটপাড়া পুরসভা নিজেদের ঝুলিতে আনে বঙ্গ বিজেপি। আর এবার আরও একটি পুরসভা দখল করল বিজেপি। সাথেই শনিবার দিল্লিতে বিজেপি কার্যালয়ে ১৭ জন মোর্চা কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। ফলে সংখ্যাগরিষ্ঠ হয়ে বিজেপির হাতে চলে এল দার্জিলিং পুরসভা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ রাজু বিস্তা । এদিকে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা জিটিএ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর কথায়, জিটিএ-তে কোনও নির্বাচিত সদস্য নেই, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক। কেন্দ্র ও রাজ্যের থেকে পাওয়া প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে দুর্নীতি করেছে জিটিএ সদস্যরা।

তবে এদিন দিল্লিতে বিজেপি নেতা মুকুল রায় বলেন, কৈলাস বিজয়বর্গীয় ২-৪ দিনের মধ্যেই দার্জিলিংয়ে বড় জনসভা করবেন। এছাড়া কৈলাস বিজয়বর্গীয় ফের অভিযাগ করেছেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। তাঁর কথায়, সিবিআই, ইডি, সুপ্রিম কোর্ট বা নীতি আয়োগের মত কোনও কেন্দ্রীয় সংস্থাকেই মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না।