বড় খবর : শুভেন্দু গড়ে তৃণমূলের দুই নেতা বিজেপিতে যোগ? জল্পনা তুঙ্গে

শুভজিৎ সাঁতরা:লোকসভা নির্বাচনের ফলাফলের পর দল ভাঙনের হুমকিতে জেরবার রাজ্যের শাসক দল।এবার রাজ্যের তাবড় নেতা শুভেন্দু গড়ে ভাঙন ধরতে চলছে।

উল্লেখ্য,বিজিপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ -সভাপতি বামদেব গুছাইতের ছবি প্রকাশ্যে আসায় দুই নেতার বিজেপিতে জল্পনা তুঙ্গে এই মূহূর্তে রাজনীতিতে।

এই পরিস্থিতিতে মুখ খুললেন সিরাজ খান।তাঁর বক্তব্য,”আমি দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি।আমি তৃণমূলেই আছি।দল ছাড়িনি বা অন্য দলে যোগ দিইনি।” অন্যদিকে,বামদেব তৃণমূল ছাড়ার ইঙ্গিত দেন।তাঁর বক্তব্য, “ব্লক তৃণমূল কমিটির বৈঠকে আমাকে ডাকা হয়নি।তাই আমাকে পদে থেকে সরানোর সিদ্ধান্তের বিষয়ে জানা নেই।তবে দল মনে করলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।সববায়ের পদ থেকে সরালে আমার কোনো অসুবিধা নেই।”

এদিকে, রাজনৈতিক মহল মনে করছে,তাহলে তলে তলে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে শুভেন্দু অধিকারীর গড়ের এই সব বিক্ষুব্ধ নেতাগুলি।তবে অপর মহলের দাবি, বিজিপিতে যোগদান করা শুধু সময়ের অপেক্ষা। এখন দেখার বিষয় কবে তারা দিল্লি অফিসে গিয়ে যোগদান করেন?সেই দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।তবে সবটাই জল্পনা কল্পনা।