বিজেপিতে কি যাচ্ছেন গৌতম দেব? পড়ুন, পর্যটন মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য…

133

#শিলিগুড়িঃ  লোকসভার ভোটের ফলাফলের পর থেকে তৃণমূলের পায়ের তলার মাটি ধীরে ধীরে খসে পড়ছে, তা কারও অজানা নয় আজ । মূলত উত্তরবঙ্গে এবার বেশ ভালো রেজাল্ট করেছে বঙ্গ বিজেপি। কিন্তু পরবর্তী সময়ে বিজেপি জন্য এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান পর্যটন মন্ত্রী গৌতম দেব । সম্প্রতি তিনি জানিয়েছেন, রাজনীতিটা চিরস্থায়ী বন্দোবস্ত নয় । বাস্তবে জনপ্রতিনিধিরা ভাড়াটিয়া আর বাড়িওয়ালা জনতা । তাই জনতা না চাইলে সরে যেতে হবে । আগামীতেও নির্বাচনে লড়ব । মানুষ না চাইলে সরে যাব । আমি হারকে ঘৃণা করি । কিন্তু সবশেষে মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা আছে । যেদিন মানুষ চাইবে না সেদিন মাথা নিচু করে সরে যাব । কিন্তু আমি বিজেপিতে পালিয়ে যাব না , কারন আমি সেই স্কুলের ছাত্র নই। তবে প্রত্যেককেই কোনও না কোনও দিন থামতে হবে । কিন্তু থামার আগে লড়ব ।

এতেই শেষ নয় তিনি আরও জানান, মোদি 600 আসন পেলেও গৌতম দেবের গাছের পাতা পড়বে না । আমি বিজেপিকে কোনও রাজনৈতিক দল মনে করি না । যে দল রাজনীতির সঙ্গে ধর্মকে মেশায় তারা 700 আসন পেলেও আমার কিছু যায় আসে না । সেদিক থেকে আমার মনে হয় বামেদের তাও কিছুটা নীতি বা আদর্শ আছে। তবে এই বামেরা নয় । পুরোনো বামেদের কিছু তাত্ত্বিক নীতি আমার ভালো লাগে । এদিকে কাটিমানি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “দলের কর্মী নেতাদের বারবার বলেছি স্বচ্ছ হতে হবে । নিজের দপ্তরে স্বচ্ছভাবেই ই-টেন্ডার করি । ক্ষমতায় দীর্ঘদিন থাকলে কিছু ক্ষেত্রে দুর্নীতির জন্ম হয় । কিন্তু এটাও ঠিক সব নেতাই মুদ্রার এপিঠ-ওপিঠ নয় । দল তো এসব করেনি । করেছেন কিছু নেতা । মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করি । সকলকে স্বচ্ছ হতে বলি ।