দীর্ঘদিন আত্মগোপেন থাকার পর অবশেষে তৃনমূলের প্রশংসায় পঞ্চমুখ বিমল গুরুং

125

দল বদলের রাজনীতি লেগেই আছে, সমর্থন সেখানে অতি সামান্য জিনিস। তবে, ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই সমর্থন বিজেপির জন্য কিছুটা হলেও কি অস্বস্তিদায়ক?

আমরা এখানে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুং সম্পর্কে বলছি, যিনি দীর্ঘদিন অন্তরালে থাকার পর আজ আচমকা কলকাতায় আত্মপ্রকাশ করে এবং সবাইকে অবাক করে দিয়ে এনডিএ থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসকে সমর্থনও করেন, সাথে অভিযোগ করেন, -” পাহাড়ে এনডিএ কথা রাখেনি। কিন্তু তৃণমূল নেত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন।”

এমন অভিযোগ ওঠার পরেই শুরু হয়ে যায় জল্পনা। প্রসঙ্গত, আজ হঠাৎ গোর্খা ভবনের সামনে বিমল গুরুং হাজির হওয়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তারপরে তাঁর এহেন মন্তব্য যে চাঞ্চল্য আরো বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এদিন তাকে গোর্খা ভবনের গেট কেউ খুলে দেননি, ফলে তিনি ফিরে যান। সেইসময়ই গুরুঙকে সাংবাদিকরা প্রশ্ন করলেও উত্তর দেননি তিনি।

অর্থাৎ, নির্বাচনের পূর্বে গুরুংয়ের এহেন মন্তব্য কি আদেও প্রভাব ফেলবে বিজেপির বিপক্ষে? বা শাসক দলের পক্ষে? জানা যায়নি এখনো। তবে, এর উত্তর পেতে যে বেশি দেরী হবে না তাও বোঝা যাচ্ছে তার অভিযোগের পর থেকেই।