তবে কি দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখালেন শোভন ও বৈশাখী? জানুন…

89
শোভন চ্যাটার্জী ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনের আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জী ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল, এমনকি ডায়মন্ড হারবার থেকে বিজেপির প্রাথী হিসেবে নাম উঠে এসেছিল শোভন চ্যাটার্জীর শুভানুধ্যায়ী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ও। তবে ভোটের আগেই সেসব জল্পনার অবসান ঘটান নিজেরাই। আর এবারও পুনরায় জল্পনায় জল ঢেলে দিলেন তাঁরা। অর্থাৎ আজ সকালে এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছিল, বিকেলের মধ্যে বিজেপিতে নাম লেখাতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় । এমনকি সূত্র মারফত খবর মিলেছিল ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন তাঁরা। তবে দিন গড়াতে না গড়াতেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং শোভন চট্টোপাধ্যায়। দিল্লি গেলেও গেরুয়া উত্তরীয় ছাড়াই শহরে ফিরে এলেন হেভিওয়েট নেতা । জানা গিয়েছ ব্যক্তিগত কাজেই দিল্লি গিয়েছিলেন শোভন।

উল্লেখ্য, সরকারে ও দলে একের পর এক পদ হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শোভন। যেকারনে দলবদলের জল্পনা বেশ কিছুদিন ধরেই চরম পর্যায়ে উঠেছিল। এমনকি রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষও ‘দরজা খোলা’ মন্তব্য করে ইঙ্গিত দিয়েছিলেন। তবে জল্পনা আরও বেড়ে যায় শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠকের পর। এদিকে গত রবিবার প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসের সর্বময় কর্তা রতন মুখোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর শোভনের গোলপার্কের বাড়ি ছাড়েন মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতা।