ফের দেশের মধ্যে সেরার সেরা হল ‘বাংলা’

105

ফের দেশের মধ্যে সেরা হয়ে নজির গড়ল প্রত্যন্ত্র বাংলার প্রান্তিক মানুষজন । স্বীকৃতি দিল মোদী সরকার । মূলত, এসসিদের উন্নয়নের বিভিন্ন প্রকল্প রূপায়ণে দেশের মধ্যে সেরা হয়েছে পশ্চিমবঙ্গের সংস্থা রাজ্য এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থা জাতীয় তফসিলি জাতি বিত্ত ও উন্নয়ন নিগম (NSCFDC)। আজ টুইটারে একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তফসিলি জাতির উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাকে প্রথম পুরস্কারে সম্মানিত করেছে NSCFDC। ২০১৭-১৮ আর্থিক বছরের ফলাফলের ভিত্তিতে রাজ্য এই সম্মান পেয়েছে।’

উল্লেখ্য, এসসিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণে শুধু ‘ভালো’ কাজই করেনি দেশের মধ্যে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন এবং বিত্ত নিগম (WBSCST&OBCDFC)। গত ২৪ জুন দিল্লি থেকে সল্টলেকে WBSCST&OBCDFC দফতরে চিঠি লিখে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সাফল্যের জন্য কেন্দ্র থেকে ৭ লক্ষ টাকা ইনসেনটিভ পেয়েছে পশ্চিমবঙ্গের এই সংস্থাটি । ঘটনাচক্রে এদিনই রাজ্যের তফসিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।