জেনে নিন, বাংলার সুইজারল্যান্ডে কতদিন পর্যন্ত হবে তুষারপাত?

192

শুক্রবার সকাল থেকে সিকিমের নানা জায়গায় তুষারপাত শুরু হয়েছে। দ্রুত কমছে তাপমাত্রা। নাথুলা, লাচেন সহ নানা জায়গায় তু্ষারপাত হয়েছে। এরইমধ্যে দার্জিলিং ও কালিম্পঙের নানা জায়গা দুপুর থেকে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি উপভোগ করতে রাস্তায় নেমে পড়েন পর্যটকেরা। দার্জিলিঙে হোটেলগুলি থেকে পর্যটকেরা বেরিয়ে এসে শিলাবৃষ্টির ছবি তুলতে থাকেন। সন্ধ্যের পর পাহাড় ও সমতলে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, ২০০৮-এর ভ্যালেন্টাইন্স ডে-এর দিন শেষ বার বরফ পড়েছিল দার্জিলিং শহরে। তার পর ঘুম, জলাপাহাড়, টাইগার হিলে বরফ পড়লেও দার্জিলিং শহরের বরফ ভাগ্য প্রসন্ন ছিল না। অবশেষে আবার তুষারে সাদা হল দার্জিলিং শহর। প্রায় দশ বছর পর সেই তুষারপাত বাংলার সুইজারল্যান্ডে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। কারন , ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।