Xclusive: কোচবিহারে শিক্ষকদের সমাবেশ বাতিল করল প্রশাসন!

ক্রমেই রাজ্য সরকারের নাগালের বাইরে যাচ্ছিল প্রাথমিক শিক্ষকদের সংগঠন UUPTWA,কোচবিহারে শিক্ষকদের সমাবেস বাতিল করল প্রশাসন!

কোচবিহারে শিক্ষকদের সমাবেসের অনুমতিই দিলনা পুলিস প্রশাসন। তার জেরে সে শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন UUPTWA এর ৩০ ডিসেম্বর কোচবিহারে ডাকা সমাবেশ বাতিল করতে বাধ্য হল উস্থির রাজ্য দপ্তর।

৩০ ডিসেম্বর সমাবেশ আর ঠিক তার আগের দিন আজ ২৯ তারিখ সকালেই উস্থির পক্ষে সংগঠনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ তাঁদের ফেসবুক গ্রুপে এক ঘোষণায় তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান। কর্মসূচি বাতিলের জন্য রাজ্যসরকারকেই দায়ি করেছেন সন্দীপ বাবু। ওই ঘোষণায় তিনি বলেন,কোচবিহার জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন পরিকল্পিত এবং ইচ্ছাকৃত ভাবে ষড়যন্ত্র করে আগে আশ্বাস দেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে এসে আমাদের অনুষ্ঠান করার অনুমতি দিতে অস্বীকার করল। এবং প্রশাসনের অধিকর্তা আমাদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানালেন যে, অনুমতি ছাড়া কোন রকম কর্মসূচি গ্রহণ করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যা আমাদের পেশাগত সমস্যার সৃষ্টি করবে । এমতাবস্থায় পুলিশ প্রশাসনের বিনা অনুমতিতে কর্মসূচি গ্রহণ করে, আমরা সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের কোন সমস্যায় ফেলতে চাইছি না। তাই আমরা 30শে ডিসেম্বরের রাজ্য সমাবেশ ও মহামিছিলের কর্মসূচি বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হলাম।