৮.৭ ডিগ্রি সেলসিয়াসে জবুথবু তিলোত্তমা

51

ঠাণ্ডায় এখন জবুথবু তিলোত্তমা সহ–গোটা রাজ্যে। মূলত, নিম্নচাপের কারণে মাঝপথে তাল কেটেছিল শীতের। কিন্তু তারপর নিম্নচাপ সরতেই ফের ছন্দে ফেরে শীত। শুরু হয় শীতের ঝোড়ো ব্যাটিং। কনকনে ঠান্ডার দাপট প্রত্যক্ষ করছে শহরবাসী। কলকাতায় একলাফে পারদ নেমে গিয়েছে ১১ ডিগ্রির নীচে। আজ কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আরও কমবে তাপমাত্রা। কিন্তু এদিকে আবহওয়া সূত্র মারফত খবর, দমদমে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে।অর্থাৎ কলকাতায় এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন।

এদিকে ১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে যে সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিল, তা আপাতত আর নেই। কলকাতাসহ গোটা রাজ্যে বইবে উত্তুরে হাওয়া।