বাড়িতে বসেই টুইটারের মাধ্যমে উপার্জন করতে পারবেন টাকা, নয়া উদ্যোগ নিচ্ছেন ইলন মাস্ক

টুইটার কিনে নেওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্তে চমক দিয়েই চলেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার তিনি মাইক্রো ব্লগিং সাইটকে আর মাইক্রো রাখছেন না। সুযোগ আসতে চলেছে দীর্ঘ লেখা একবারে টুইট করার। এছাড়া বাড়ি বসেই আয় করা যাবে বলেও ঘোষণা করলেন নয়া মালিক মাস্ক। এক টুইট বার্তায় শনিবার ইলন মাস্ক লিখেছেন, ‘টুইটারে সব ধরনের কনটেন্টের জন্য মনিটাইনেশন আসছে।’

এর আগে অন্য এক টুইটে তিনি জানান, ‘এবার থেকে টুইটারে লম্বা টুইট করা যাবে। এর ফলে নোটপ্যাড স্ক্রিনশট পোস্ট করার প্রবণতা কমবে।’ এখন পর্যন্ত একটি টুইটে সর্বোচ্চ ২৮০ ক্যারেকটার পোস্ট করা যায়। মাস্কের পোস্টে এই সীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। এই মুহূর্তে টুইটারে লেখা ছাড়াও ছবি ও ভিডিও পোস্ট করা যায়। এই সব কনটেন্ট থেকে কীভাবে আয় হবে তা অবশ্য বিস্তারিত জানাননি ইলন মাস্ক।

এছাড়াও শনিবার এক টুইট বার্তায় টুইটারের সার্চ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ‘টুইটারে সার্চ আমাকে ৯৮ সালের ইনফোসিকের কথা মনে করাচ্ছে। দ্রুত এই ফিচার ঠিক করা হবে।’ এদিকে টুইটারে শুরু হয়েছে গন ছাঁটাই। দায়িত্ব নেওয়ার পরই ইলন মাস্ক জানিয়েছিলেন প্রতিদিন ৪০ লাখ মার্কিন ডলার লোকসান করছে সংস্থা। এই ঘোষণার কয়েক দিনের মধ্যেই টুইটারে কর্মী ছাঁটাই শুরু হয়ে যায়। শুক্রবার কোম্পানির বহু কর্মীকে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের কথা জানিয়ে দেওয়া হয়। অক্টোবরে ৪,৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন এলন মাস্ক। অধিগ্রহণ সম্পূর্ণ করে কয়েক দিনের মধ্যেই কোম্পানিতে নিজের ছাপ রাখতে শুরু করেছেন এই মার্কিন ধনকুবের। এরই মধ্যে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন তিনি। ভেঙে দিয়েছেন পরিচালনা বোর্ডও।