কলম যখন জাদু কাঠি, পেন যা গুনে দেবে শব্দ

233
জীবনে অনেক সময় আমাদের একটা কঠিন বাঁধার সম্মুখীন হতে হয়, নির্ধারিত শব্দের মধ্যে কিছু লেখা লিখতে হয় আমাদের ।শুধু আমরাই নয়, ছোট ছেলে মেয়েদের তাদের স্কুল শেখানো হয় বা পরীক্ষায় বলা হয় বেঁধে দেওয়া শব্দের মধ্যে একটি প্রবন্ধ বা রচনা লিখতে। এই কাজ টি সহজ মনে হলেও বাস্তবে অনেক বাঁধার সম্মুখীন হতে হয়। এই ধরুন লিখে শব্দ গোনা, শব্দ কম বেশি হলে সেটা ঠিক করা। কিছু কিছু চাকরির পরীক্ষায় তেও দেওয়া থাকে নির্ধারিত শব্দের মধ্যে দেওয়া বিষয় একটি রচনা লিখতে। শুধু বাচ্ছা কেনো বড়দের ও গন্ডগোল হয়ে পরীক্ষার টেনশন এ এই নির্ধারিত শব্দে লেখা লিখতে এবং লেখার পর সেটা কে গুনে একবার মিলিয়ে নিতে। দেখা গেছে এই শব্দ গুনতে গিয়ে নষ্ট হয় বহু মূল্যবান সময় পরীক্ষার হলে।
কেমন হতো বলুন তো যদি লেখার সাথে সাথে আপনি জানতে পারতেন কত শব্দ লিখে ফেলেছেন? আষাঢ়ে গল্প মনে হচ্ছে বা মনে হচ্ছে শুধু এই বিষয় টা চলচিত্রের ই সম্ভব?    
আরও পড়ুন  –  https://independent24x7.com/others/ways-to-know-presence-of-spirit/

 

 

এই অবাস্তব কে বাস্তব করে ফেলেছে একটি ৯ বছরের শিশু। দক্ষিণ কাশ্মীরের একটি ছেলে মুজ্জাফর আহমেদ খান, এই আবিষ্কার করেছেন, এমন একটি পেন যার সাহয্যে লেখার সঙ্গে সঙ্গে আপনি জেনে নিতে পারবেন কত শব্দ লেখা হল।
মুজ্জাফর তৃতীয় শ্রেণীর ছাত্র। মুজ্জাফর সংবাদ সংস্থা এ এন আই কে দেওয়া তে সাক্ষাতে জানায় নির্ধারিত শব্দের মধ্যে লেখা না লিখতে পারেনি বলে পরীক্ষায় খারাপ ফল করে। ওই তৃতীয় শ্রেণীর ছাত্র বলে খুব কম শব্দ লেখার জন্যে খুব কম নম্বর পায়। এই কম নম্বর পাওয়ার ফলে সে খুব বিষন্ন হয়। ক্রমাগত ভাবতে থাকে এমন কিছু আবিষ্কার করার কথা যা দিয়ে শব্দ গোনা যাবে এবং পরীক্ষায় সময় ও বাঁচবে। ঠিক সেই সময় তার মাথায় এই পেন অবিস্কার করার কথা মাথায় আসে।
এই পেন টির পেছন দিকে যুক্ত করা আছে একটি কেসিং ।লেখা আরম্ভ করলে এই পেন নিজে থেকেই শব্দ গুনতে আরম্ভ করে এবং পেনের সাথে যুক্ত এল সি ডি মনিটরে তা ফুটে ওঠে।
এই পেন টি প্রদর্শন করা হয় রাষ্ট্রপতি ভবনে একটি স্বশাসিত সংস্থা ন‍্য‌াশানাল ইনোভেশন ফাউন্ডেশনের (এন আই এফ)এর উদ্যোগে। রাষ্ট্রপতি রাম নাথ কভিন্দ প্রশংসা করেন মুজ্জাফরের এই অবিস্কারের জন্যে।এন আই এফ এর উদ্যোগে খুব তাড়াতাড়ি বাজারে মিলবে এই অত্যাধুনিক পেন।
মুজ্জাফর জানিয়েছেন এই পেন দিয়ে উপকার হবে বহু মানুষের। পরীক্ষার সময় বহু ছাত্রছাত্রী এই পেন ব্যাবহার করে খুব সহজ ভাবে উত্তর দিতে পারবে প্রশ্নের নির্ধারিত শব্দের মধ্যে।