ভূতে বিশ্বাস করেন? তাহলে জেনে নিন কি ভাবে বুঝবেন আপনার আসে পাসে অশরীরী কিছু বর্তমান কিনা।

120
আপনি কি ভূতে বিশ্বাস করেন? আপনার কখনো মনে হয় আপনার আসে পাশে কেউ আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কি বিশ্বাস করেন যে ভগবান আছে তাহলে এটাও মানবেন ভগবান থাকলে শয়তানের ও অস্তিত্ব আছে। যদি আপনার কাছে জন্ম মৃত্যু দুই সত্য হয় তাহলে এটাও কি বলা যায় না মৃত্যুর পর ভূত, অথবা আত্মার অস্তিত্ব থাকলেও থাকতে পারে?
মৃত্যুর পরে কি হয় এটা জানার মানুষের কৌতহল সেই সভ্যতার আরম্ভ থেকে। প্রাচীন মিশর সভ্যতায় মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে জরুরি এবং মূল্যবান জিনিসপত্র দেওয়া হত মৃতদেহের সাথে।
আপনার কখনো মনে হয় মৃত্যুর পর এর যে জগৎ, সেই জগৎ থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে? যদি আপনার তা মনে হয় বা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা হয় না বা আপনি নিজের মন কেই বোঝাতে পারেন নি।
জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত যা দিয়ে আপনি বুঝবেন আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে মৃত্যুর পরের জগৎ থেকে।

 

১) ইলেকট্রিক লাইটের ঝিকিমিকি হাওয়া – বিশেষজ্ঞদের মতে আত্মার এমন শক্তি হয় যা দিয়ে অনাসে তারা ইলেকট্রিক প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। মনে করা হয় এটা একটি গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার সাথে যোগাযোগ স্থাপন করা র চেষ্টা করা হচ্ছে মৃত্যুর ওপার থেকে।

২) চোখের কোনায় বেশিরভাগ সময় কোনো ছায়া দেখতে পাওয়া – একা থাকলে অনেক সময় চোখের কোনায় আপনার ছায়া চলা চল করছে বলে মনে হয় কিন্তু আপনি তাকিয়ে কিছুই দেখতে পান না। এমন ঘটনা ঘটে যখন আপনি কোনো নিঝুম জায়গায় থাকেন। এটা অনেক মনের ভুল বলে এড়িয়ে যায়, কিন্তু বিশেষে অজ্ঞদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যে আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে কোনো আত্মা।

 

৩) ঘরের তাপমাত্রা আচমকা বদলে যাওয়া – ঘরের তাপমাত্রা যদি আচমকা বদলে যায় এবং শীতল হতে থাকে তবে বুঝতে হবে ঘরে কোনো এ অশরীরী কোনো কিছু বর্তমান  এবং চেষ্টা করা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার।

৪) টেলিপ্যাথিক চিন্তা – আপনি কি ক্রমাগত কথা শুনতে পান মাথার মধ্যে যে গুলো আপনার নয় । বিশেষজ্ঞদের মতে ওই শব্দগুলি হলো সেই আত্মার, যে যোগাযোগ করতে চাইছে আপনার সাথে।

৫) সুগন্ধ – কোনো নিঝুম জায়গায় বা যেকোনো    কোনো সুন্দর গন্ধ ভেসে আসে, আসে পাসে সেই গন্ধের কোনো উৎস না থাকলেও। বিশেষজ্ঞরা মনে করেন এই সুগন্ধ আসে আসে পাসে থাকা আত্মার থেকে। অনেক সময় সুগন্ধের জায়গায় দুর্গন্ধও আপনি অনুভব করতে পারেন।

 

কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তেমনি হলো এই ভুত বা আত্মার বিষয় টি। অনেকে বলেন তারা অনুভব করেছেন, আবার অনেক সব কিছু মনের ভুল বা অসত্য গল্প বলে উড়িয়ে দেন।বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের মনের বিষয়।