মাস্টারকার্ডের উপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

74

ভারতের অভ্যন্তরে নতুন কার্ড ইস্যু করা থেকে আপাতত বিরত থাকতে হবে মাস্টারকার্ড কর্তৃপক্ষকে। অর্থাৎ দেশের নাগরিকদের জন্য মাস্টারকার্ডের নতুন কার্ড আর ইস্যু হবে না। এই নিষেধাজ্ঞা ২২শে জুলাই থেকে কার্যকর হবে।

জানা গিয়েছে, ‘স্টোরেজ অফ পেমেন্ট সিস্টেম ডেটা’ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মাস্টারকার্ড কর্তৃপক্ষ অমান্য করে বলে অভিযোগ। সেই ঘটনার পরেই এই কঠোর সিদ্ধান্ত নিল আরবিআই (RBI)।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ এপ্রিল রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, আর্থিক লেনদেনের পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে ছ’মাসের ভিতরে ভারতের মধ্যে তাদের গ্রাহক ও লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, নথিভুক্ত অডিটরকে দিয়ে সিস্টেম অডিট রিপোর্ট তৈরি করে তা পর্ষদকে দিয়ে পাশ করিয়ে জমা দিতে হবে শীর্ষ ব্যাঙ্কের কাছে। এ দিন মাস্টারকার্ডের বিরুদ্ধে পদক্ষেপ করে রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, একাধিক বার সংশ্লিষ্ট বিধি মানতে ব্যর্থ হওয়া এবং যথেষ্ট সুযোগ দেওয়া সত্ত্বেও সংস্থাটি নির্দেশিকা অনুযায়ী কাজ করতে পারেনি। তবে ইতিমধ্যেই যাঁরা সংস্থাটির থেকে পরিষেবা নিচ্ছেন তাঁদের কোনও অসুবিধা হবে না। ব্যাঙ্ক-সহ যে সমস্ত সংস্থা কার্ড ইসু করে তাদের গোটা নির্দেশিকার বিষয়টি মাস্টারকার্ড জানিয়ে দেবে।