দ্বিতীয় ঢেউ কমতেই দেশজুড়ে অসচেতনতার ছবি, নজরে আসতেই কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রকের

175

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা একটু কমতে না কমতেই অসচেতনতার ছবি ফুটে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এই পরিস্থিতির ছবি চোখে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। প্রেস বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বে অতিমারীর ইতিহাস ও প্রাপ্ত তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। খুব দুঃখের সঙ্গে আমাদের এটা জানাতে হচ্ছে যে দেশের বহু অংশে সরকার এবং সাধারণ জনগণ খুব বেশি ঢিলেমি দিয়ে দিয়েছে। কোভিড বিধি না মেনেই তারা জমায়েত করছে। পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানিয়েছেন, ‘আমরা যখন করোনার তৃতীয় ঢেউয়ের কথা বলছি, আমরা এটিকে আবহাওয়ার পূর্বাভাস হিসেবে দেখছি। এর গুরুত্ব বুঝতে পারছি না। আমাদের যে দায়িত্ব আছে, সেটা পালন করছি না। কাছে আমাদের অনুরোধ, সচেতন ও দায়িত্ববান থাকুন।’

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের মতো কয়েকটি রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় সাহায্য করার জন্য আমরা ১১টি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েছি। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি ছাড়াও মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, কেরল, ওড়িশাতে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন , করোনার তৃতীয় ঢেউ কবে ভারতে আসবে সেটা নিয়ে আলোচনা না করে আমাদের একে রোখার চেষ্টা করতে হবে।’