বাংলার পরিবর্তনে, পরিবর্তনের ভূমিকা

100

তখনও বাংলায় বাম শাসন চলছে । বাংলায় বাম সাম্রাজ্যের বয়স তখন ৩২ বছর । বয়স ৩২ হলেও এদিকে বাংলায় তখন পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গিয়েছে, কপালে ভাঁজ পড়েছে বাম-নেতৃত্বদের।আর ঠিক এমন সময় বাংলায় পরিবর্তনের হওয়াকে আরো জোরদার করতে জন্ম হল পরিবর্তন গ্রুপের। যাই হোক এদিকে দিদি বাম সাম্রাজ্যের পতনের ডাক দিচ্ছেন আরেকদিকে এই গ্রুপ গানের মাধ্যমে সেই প্রচার জনগণের কাছে তুলে ধরেছে। অর্থাৎ প্রত্যেকটি তৃণমূলের সভায়, কোর কমিটি হোক কিংবা জনসভা এই পরিবর্তন গ্রুপ যেন, সভায় আসা মানুষদের গানের মাধ্যমেই মা মাটি মানুষ তথা তৃণমূল সরকারের কথা তুলে বদ্ধপরিকর হয়েছে। মূলত এই গ্রূপে রয়েছে সুজয় গোস্বামী, কুন্তল ব্যানার্জি ও অমিতাভ মুখাজ্জি।

প্রসঙ্গত ২১ জুলাই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বক্তৃতার আগে তাদেরকে দেখা গিয়েছিল মঞ্চে গান গাইতে, এমনকি তাদের গানশুনে উল্লসিত হতে দেখা গিয়েছে সমর্থক বৃন্দদের সেই বৃষ্টি ভেজা দিনে। আর এবার তাদের মেদিনীপুরের পাল্টা সভায় দেখা যেতে চলেছে।