শিবরাত্রির দিন ভুলের এই কাজটি করবেন না! নইলেই অনর্থ নিশ্চিত

61

আজ  শিবরাত্রি। শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়। এরপর চতুর্দশীর দিন খুব সকাল সকাল উঠে কালো তিল ভেজানো জলে স্নান করতে হয় । শিব পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়। বলা হয়, শিবরাত্রি ব্রত পালনের সময় নিজেকে সংযত রাখতে হয় আর তাই স্নান করে উঠে সংকল্প করা জরুরী। তবে এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। মূলত শিবরাত্রির দিন অনেকে দুধ জল ঢালার সাথে সাথে শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়। কিন্তু পুরানে বলা হয়েছে শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। কারন,

১. পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়।

২। হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই তিনি ‘ভোলা বাবা’।