শিবকে সন্তুষ্ট করতে রাশি অনুযায়ী শিবরাত্রির দিন এসব নিয়ম পালন করুন, ফল পাবেন হাতেনাতে!

338

আজ শিবরাত্রি। শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়। এরপর চতুর্দশীর দিন খুব সকাল সকাল উঠে কালো তিল ভেজানো জলে স্নান করতে হয় । শিব পূরাণে বলা আছে কালো তিল ভেজানো জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়। বলা হয়, শিবরাত্রি ব্রত পালনের সময় নিজেকে সংযত রাখতে হয় আর তাই স্নান করে উঠে সংকল্প করা জরুরী। তবে এদিন আপনার রাশি কি বলছে, চলুন তাহলে জেনে নিই রাশি অনুযায়ী আগামীকাল অর্থাৎ শিবরাত্রির দিন কি নিয়ম পালন করতে হবে আপনাকে।

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা দই ও কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিয়ে ধুতরো ফুল অর্পণ করুন এবং কর্পুর দিয়ে আরতি করুন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকারা শিবরাত্রির আগের ও পরের দিন অবশ্যই পালন করুন। জুঁই ফুল অর্পণ করুন এবং আরতি করুন।

মিথুন রাশি: মিথুন রাশির মানুষ যতটা সম্ভব স্ফটিকের শিবলিঙ্গ পুজো করুন। তাতে সিঁদুর, চন্দন, আতর এবং নীলকণ্ঠ ফুল অর্পণ করে মিষ্টি ভোগ দিয়ে পুজো করুন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা চন্দন দিয়ে অভিষেক করুন এবং বাতাসা ও নকুলদানা ভোগে অবশ্যই দিন।

সিংহ রাশি: গরুর শুদ্ধ দুধের ঘি দিয়ে অভিষেক করতে হবে। ফল ও মিষ্টি ভোগ দিন।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকারা আকন্দ ফুল ও পাতা, বেলপাতা, ধুতরো ফুল শিবকে নিবেদন করে, তিনটে গোটা ফল দিতে হবে।

তুলা রাশি: তুলা রাশির মানুষরা ডাবের জল ও দুধ দিয়ে শিবকে স্নান করিয়ে বেলপাতা, চন্দন ও আতপ চাল অর্পণ করে আরতি সহকারে পুজো করুন।

বৃশ্চিক রাশি: গরুর শুদ্ধ দুধ, ঘি ও মধু দিয়ে স্নান করিয়ে, আরতি করে পুজো শেষ করুন।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকারা মধু ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে বেলপাতা ও গোলাপ ফুল নিবেদন করে বাদাম ভোগ দিন।

মকর রাশি: মকর রাশির মানুষরা তিন প্রহর শিব লিঙ্গে জল ঢালুন এবং যে কোনও শষ্য বা গম নিবেদন করুন।

কুম্ভ রাশি: গঙ্গাজল, দুধ, ঘি ও মধু দিয়ে স্নান করিয়ে ধুতরো ফুল দিয়ে পুজো করে সাদা তিল অর্পণ করুন।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যা বেলায় পুজো করুন। বেলপাতা ও নারকেলের জল নিবেদন করুন।