একদিনের নয়, বন্ধুত্ব হোক চিরদিনের

305

আজ বিশ্ব বন্ধুত্ব দিবস । প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্বের প্রতিটি জায়গায় এই দিবসটি পালন করা হয়। আর বলাইবাহুল্য অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এ দিনেই বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

বন্ধু কথাটা ছোট হলেও এর মাহাত্ম অনেক। বন্ধু মানে বিশ্বাস। বন্ধু মানে বিপদে পাশে থাকা, ভরসা দেয়া। জীবনের অংশ হয়ে যাওয়া। আর বন্ধু শুধু একদিনের জন্য নয়। বন্ধুত্ব হয় সারাজীবনের। সারাজীবন পাশে থাকাটাই বন্ধুত্ব। অনেক কথা মানুষ তার পরিবারকে বলতে পারে না। কিন্তু সেটা জানে বন্ধু।

আমাদের দেশে এ দিবসটির প্রচলন বিগত শতাব্দীর শেষাংশে হলেও এখন তা সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে গেছে। ১৯৩৫ সালে মার্কিন কংগ্রেস বন্ধুদের সম্মানে একটি দিন উৎসর্গ করার কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে আগষ্টের প্রথম রোববারকে জাতীয় বন্ধু দিবস বলে ঘোষণা দেয়। একই সঙ্গে দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবেও নির্ধারণ করা হয়। তখন থেকে প্রতিবছর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বিশেষ করে প্যারাগুয়েতে ঘটা করে বন্ধু দিবস পালিত হতো।

ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে এ দিনটি পালন করা শুরু হয়। অন্য এক সূত্র অনুযায়ী, বন্ধু দিবসের শুরু হয়েছিলো আরও আগে। ১৯১৯ সালে আগস্টের প্রথম রোববার বন্ধুরা নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। ১৯১০ সালে জয়েস হলের প্রতিষ্ঠিত হলমার্ক কার্ড বন্ধু দিবস পালনের রীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছিলো।