অব তেরা কেয়া হোগা কালিয়া, গব্বরের ডায়লগে পুলিশ সুপারকে হুমকি বিজয়বর্গীয়র

105

শোলে সিনেমায় আমজাত খানের ডায়লগ বলে পুলিশ সুপারকে হুশিয়ারি দিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।শুক্রবার পুরুলিয়ার জনসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়।এদিন সভায় কৈলাশ বলেন,পুরুলিয়ার SP তো আগে ‘ভাইপো’র লোকসভা এলাকাতেই ছিলেন।ওখানে অনেক ‘গড়বড়’ করেছেন।আমি বলে যাচ্ছি,আমাদের সরকার এলে এসপিকে ‘মুরগা’ বানিয়ে দেওয়া হবে।তিনি আরও বলেন, আধিকারিকরা যদি ভারতের সংবিধানের পরিবর্তে মমতাজির সংবিধান মেনে চলেন তাহলে মুরগানজি (পুরুলিয়ার এসপি) শুনুন, আমরা অনেক অফিসারের তালিকা বানিয়েছি ‘মুরগা’ বানানোর জন্য। আপনার নামও সেই তালিকায় লেখা হবে। বিজেপির সরকার হলে যে আধিকারিকরা চামচাগিরি করছেন এবং দুর্নীতি করছেন, তাদের শোলে সিনেমার ডায়লগ অনুযায়ী বলে যাচ্ছি ‘অব তেরা কেয়া হোগা রে’। তিনি আরও বলেন, আমরা ভদ্রতার সঙ্গে কাজ করি। কিন্তু, নিয়ম ভাঙতেও জানি। তবে আমরা নিয়মে থেকে ভদ্রতার সঙ্গে রাজনীতি করতে চাই। দিদি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তিত। কিন্তু, দলিতদের নিয়ে চিন্তিত নন।

প্রসঙ্গত, ৬ই জানুয়ারি সিএএ-র সমর্থনে ঝালদা শহরে মিছিলের সময় পুলিসের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের। বিজেপির অভিযোগ, পুলিস বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে। অন্যদিকে, পুলিসের দাবি, বিজেপি কর্মীরা ঝালদা থানার আইসি সহ পুলিস কর্মীদের উপর হামলা চালায়।বিজেপির এমপি ও জেলা সভাপতিকে হেনস্তা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে শুক্রবার ঝালদা শহরে প্রতিবাদ মিছিল করে বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সংসদ সদস্য অর্জুন সিং, সুভাষ সরকার, কুনার হেমব্রম, জ্যোতির্ময় সিং মাহাত এবং বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এদিন শহরের নামোপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলের শুরু থেকেই বিজেপি নেতাকর্মীরা ঝালদা থানার আইসি ও পুলিসের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। শহরের আনন্দবাজারের হাটতলা সংলগ্ন এলাকায় মিছিল শেষে সভা করে বিজেপি।