রাজ্যে ডবল টিচার নিয়োগের পাশাপাশি লাখ লাখ যুবক, যুবতীর কর্মসংস্থানের কথা তুলে ধরলেন মমতা

162

জঙ্গলমহলের মাটি পুনরুদ্ধারের জন্য ৭২ কোটি টাকার বিনিয়োগের কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লাখ লাখ যুবক, যুবতী আগামী দিনের কর্মসংস্থানের কথা তুলে ধরলেন মমতা। এদিন পুরুলিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গলমহলে বিনিয়োগ হতে চলেছে ৭২ হাজার কোটি টাকা। কাজ পাবে লাখ লাখ ছেলে-মেয়ে। পারা, রঘুনাথপুরজুড়ে শিল্পনগরীতে বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা।’ পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘পুরুলিয়ায় অনেক শুকনো জমি রয়েছে, যেখানে চাষ হয়না। এই জমিগুলিতে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে জল স্বপ্ন প্রকল্প তৈরি করছি। এদিকে, শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো, জানান, আমরা ডবল টিচার নিয়োগ করব। যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ৫০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। আরও ৫০ শতাংশ কমাব।

উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে বিজেপির জঙ্গলমহলে উত্থান কথা কারও আজ অজানা নয়। সেই উত্থানের যাতে পতন না হয় সেজন্য বেশ কিছুদিন আগে জঙ্গলমহলে সভাও করেছিলেন মোদী। এবং সেই সভা থেকে মমতাকে তীব্র ভাবে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। আর এবার সেখান থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জানান, ‘ওরা আমার মাথায় মেরেছে, হাতে মেরেছে, পা টা বাকি ছিল, সেখানেও মেরেছে। ওরা জানে না , আমি ভাঙব, কিন্তু মচকাবো না। মা বোনেদের দুটো পা দিয়ে আমি চলব।